পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিএসএফের অভিযানে পাচারকারীদের থেকে বাজেয়াপ্ত 2 কোটির বেশি মূল্যের সোনা, আগ্নেয়াস্ত্র; ধৃত 8 - BSF Raid in Nadia

BSF Raid in Nadia: নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার বিজয়পুরে 2 দিন অভিযান চালিয়ে 2 কোটির অধিক মূল্যের সোনা, আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে বিএসএফ ৷ গ্রেফতার করা হয়েছে 8 জনকে ৷

ETV Bharat
বাজেয়াপ্ত হওয়া সামগ্রী

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 9:47 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর:দক্ষিণবঙ্গ সীমান্তের নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার বিজয়পুরের বিএসএফ রক্ষীরা ধারাবাহিক অভিযানের ভিত্তিতে চোরাচালান ও পাচার রুখতে বড় সাফল্য পেয়েছে । জানা গিয়েছে, দু'দিনের অভিযানে মোট 26টি সোনার বিস্কুট এবং 8টি সোনার চুড়ি বাজেয়াপ্ত করেছে বিএসএফ। বাজেয়াপ্ত সোনার ওজন 3.525 কেজি এবং আনুমানিক মূল্য 2 কোটি 18 লাখ টাকা ৷ এই পাচার চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে এই গত 2 দিনে 4 জনকে আটক করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের তরফে। যাদের পুলিশ পরে গ্রেফতারও করেছে । পাশাপাশি, বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় একটি পিস্তল, তিনটি কার্তুজ, একটি ম্যাগাজিন, 2 কেজি গাঁজা, 69 বোতল ফেনসিডিলও বাজেয়াপ্ত করেছে বিএসএফ।

সূত্রের খবর, বিএসএফ-এর বিজয়পুরের জওয়ানরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 30 নভেম্বর সীমান্ত এলাকার বিজয়পুর গ্রামের একটি বাড়ি হানা দেন। তল্লাশি অভিযানে তিনটি বাড়ি থেকে মোট 26টি সোনার বিস্কুট এবং 8টি সোনার চুড়ি উদ্ধার হয় ৷ দুই মহিলা-সহ 4জনকে আটকও করা হয় ৷ পরে পুলিশ তাদের গ্রেফতার করে ৷

অন্যদিকে, শুক্রবার সকালে ধৃত চোরাকারবারী অমিত বিশ্বাসের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিএসএফ, কৃষ্ণগঞ্জ পুলিশ ও রাজস্ব গোয়েন্দা দফতরের কর্মীরা আবারও নদিয়ার সীমান্ত গ্রাম বিজয়পুরে অভিযান চালায় । সেই তল্লাশিকালে জয়শ্রী প্রামাণিক নামে এক মহিলার বাড়ি থেকে দুই কেজি গাঁজা উদ্ধার হয় ৷ ওই মহিলাকেও গ্রেফতার করা হয় ৷

এরপর তল্লাশি অভিযানে বিএসএফ জওয়ান একের পর এক তথ্য পেতে থাকে । একটি মাঠ থেকে উদ্ধার হয় লুকিয়ে রাখা একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি কার্তুজ ৷ পরে আরও 3 জনকে গ্রেফতার করা হয় ৷ এছাড়াও উদ্ধার হয় 69 বোতল ফেনসিডিল ৷ বিএসএফের এই দু-দিনব্যাপী তল্লাশি অভিযানে, অমিত বিশ্বাস, অর্চনা ঘোষ, সুমিত্রা খাঁ, সুমন বিশ্বাস, জয়শ্রী প্রামাণিক, রীতা প্রামাণিক, বিমল বিশ্বাস এবং সুভদ্রা বিশ্বাস নামে মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

বিএসএফের তরফে সীমাসাথী হেল্পলাইন নম্বর 14419 দেওয়া হয়েছে ৷ চোরাচালানের খোঁজ পেলে যেকেউ এখানে তথ্য দিতে পারেন। এছাড়াও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের তরফে 9903472227 নম্বরটি জারি করা হয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করেও তথ্য দেওয়া যাবে ৷ সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে এবং তাঁর পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে বিএসএফ।

আরও পড়ুন:

  1. দেড় কোটি মূল্যের সোনা উদ্ধার সীমান্তে, আটক এক পাচারকারী
  2. বাইকের ফিল্টার বক্সে আড়াই লক্ষের রুপো পাচার, গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী
  3. মলদ্বারে লুকানো 64 লক্ষের সোনা! মালয়েশিয়া থেকে ভারতে ফেরার পথে আটক পাচারকারী

ABOUT THE AUTHOR

...view details