কলকাতা, 2 ডিসেম্বর:দক্ষিণবঙ্গ সীমান্তের নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার বিজয়পুরের বিএসএফ রক্ষীরা ধারাবাহিক অভিযানের ভিত্তিতে চোরাচালান ও পাচার রুখতে বড় সাফল্য পেয়েছে । জানা গিয়েছে, দু'দিনের অভিযানে মোট 26টি সোনার বিস্কুট এবং 8টি সোনার চুড়ি বাজেয়াপ্ত করেছে বিএসএফ। বাজেয়াপ্ত সোনার ওজন 3.525 কেজি এবং আনুমানিক মূল্য 2 কোটি 18 লাখ টাকা ৷ এই পাচার চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে এই গত 2 দিনে 4 জনকে আটক করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের তরফে। যাদের পুলিশ পরে গ্রেফতারও করেছে । পাশাপাশি, বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় একটি পিস্তল, তিনটি কার্তুজ, একটি ম্যাগাজিন, 2 কেজি গাঁজা, 69 বোতল ফেনসিডিলও বাজেয়াপ্ত করেছে বিএসএফ।
সূত্রের খবর, বিএসএফ-এর বিজয়পুরের জওয়ানরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 30 নভেম্বর সীমান্ত এলাকার বিজয়পুর গ্রামের একটি বাড়ি হানা দেন। তল্লাশি অভিযানে তিনটি বাড়ি থেকে মোট 26টি সোনার বিস্কুট এবং 8টি সোনার চুড়ি উদ্ধার হয় ৷ দুই মহিলা-সহ 4জনকে আটকও করা হয় ৷ পরে পুলিশ তাদের গ্রেফতার করে ৷
অন্যদিকে, শুক্রবার সকালে ধৃত চোরাকারবারী অমিত বিশ্বাসের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিএসএফ, কৃষ্ণগঞ্জ পুলিশ ও রাজস্ব গোয়েন্দা দফতরের কর্মীরা আবারও নদিয়ার সীমান্ত গ্রাম বিজয়পুরে অভিযান চালায় । সেই তল্লাশিকালে জয়শ্রী প্রামাণিক নামে এক মহিলার বাড়ি থেকে দুই কেজি গাঁজা উদ্ধার হয় ৷ ওই মহিলাকেও গ্রেফতার করা হয় ৷