পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাতদিন ধরে জলমগ্ন শান্তিপুর পৌরসভা এলাকা - প্রাক্তন পৌরপ্রধান অজয় দে

দীর্ঘদিন ধরে জল জমে থাকার কারণে বাড়ির বাইরে বের হতে পারছেন না । রাত হলেই বাড়িতে ঢুকছে সাপ । বাসিন্দাদের অভিযোগ, এর আগেও স্থানীয় কাউন্সিলর এবং পৌরপ্রধানকে একাধিকবার জানানো হয়েছে । কিন্তু কোনওরকম উদ্যোগ নেননি তাঁরা ।

submerged entire Shantipur municipality
জলমগ্ন গোটা শান্তিপুর পৌরসভা

By

Published : Jul 14, 2020, 9:22 PM IST

Updated : Jul 14, 2020, 10:41 PM IST

শান্তিপুর, 14 জুলাই : সাতদিন ধরে জলমগ্ন নদিয়ায় শান্তিপুর পৌরসভা এলাকা । তীব্র সমস্যায় বাসিন্দারা ।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে জল জমে থাকার কারণে বাড়ির বাইরে বের হতে পারছেন না । রাত হলেই বাড়িতে ঢুকছে সাপ । বাসিন্দাদের অভিযোগ, এর আগেও স্থানীয় কাউন্সিলর এবং পৌরপ্রধানকে একাধিকবার জানানো হয়েছে । কিন্তু কোনওরকম উদ্যোগ নেননি তাঁরা ।

প্রাক্তন পৌরপ্রধান অজয় দে বর্তমানে শান্তিপুর পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন । তিনি বলেন, "আমাদের কাছে অভিযোগ এসেছে । অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যেই জল যাতে সরানো যায় তার কাজ শুরু করেছি । তবে এটা তো আর একদিনের কাজ নয় । বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেলে রাতারাতি জল সরানো সম্ভব নয়। কয়েকটি জায়গায় মানুষের সমস্যা রয়েছে আমি মেনে নিচ্ছি । সেখানে স্থায়ীভাবে পাম্পের ব্যবস্থা করা হয়েছে । মানুষকে একটু ধৈর্য ধরতে অনুরোধ করব । আগামী দিনে জল নিষ্কাশনের জন্য বড় প্রজেক্ট রয়েছে আমাদের । লকডাউনের কারণে সেটি থমকে রয়েছে ।"

জলমগ্ন শান্তিপুর পৌরসভা এলাকা
Last Updated : Jul 14, 2020, 10:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details