পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ - কৃষ্ণনগরে খুন

কৃষ্ণনগরের কলেজ স্ট্রিট এলাকার ঘটনা ৷ স্বর্ণ ব্যবসায়ীর শো-রুম ভাড়া নিতে এসেছিল যারা তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

Alleged murder of a gold trader
কৃষ্ণনগরে

By

Published : Sep 6, 2020, 10:26 PM IST

কৃষ্ণনগর, 6 সেপ্টেম্বর: এক স্বর্ণ ব্যবসায়ীকে বাড়িতে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগরের।

সূত্রের খবর, কৃষ্ণনগরের কলেজস্ট্রিট এলাকার বাসিন্দা গোবিন্দ গড়াই। বয়স 60 বছর। পেশায় স্বর্ণ ব্যবসায়ী। পরিবার সূত্রে জানা গিয়েছে, গোবিন্দ গড়াই দীর্ঘদিন ধরে সোনার ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর বাড়িতে একটি সোনার গয়নার শো-রুমও রয়েছে। ওই শো-রুমটি ভাড়া দেবেন বলে ঠিক করেছিলেন তিনি৷ সেই সূত্রেই বেশ কিছুদিন ধরে কয়েকজন তাঁর বাড়িতে আস-যাওয়া করছিল। অভিযোগ, রবিবার দুপুরেও বেশ কয়েকজন গোবিন্দবাবুর শো-রুমে আসে। দীর্ঘক্ষণ শোরুমে বসে তাদের সঙ্গে কথা হয় গোবিন্দ গড়াইয়ের।

পরিবারের সদস্যদের বক্তব্য, বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও শো-রুম থেকে না ফেরায় সন্দেহ হয় তাঁদের। বাসস্থান উপরতলা থেকে নেমে ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। এরপরই ওই শো-রুমে ঢুকে দেখে যায়, সোনার গহনা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাশেই পড়ে আছে গোবিন্দ গড়াইয়ের দেহ ৷ শক্ত দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানান, তিনি মৃত। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তি নগর হাসপাতালে পাঠিয়েছে। এদিকে, পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয়েছে।

যারা শো-রুম ভাড়া নেওয়ার জন্য আসছিলেন, গোবিন্দ গড়াইয়ের মৃত্যুর দিনেও যারা এসেছিল তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details