শক্তিনগর, 18 ফেব্রুয়ারি :চিকিৎসায় গাফিলতির অভিযোগে কাঠগড়ায় জেলা হাসপাতাল ৷ দুর্ঘটনার জেরে পা ভেঙে গিয়ে আজিফা বেরা নামে বছর পঁয়ষট্টির এক প্রৌঢ়া বৃহস্পতিবার ভর্তি হন শক্তিনগর জেলা হাসপাতালে (Shaktinagar Zilla Hospital News) ৷ প্রথম থেকে সব ঠিক থাকলেও গোল বাধল প্লাস্টার করার পর ৷ গোটা পা প্লাস্টার করার পর দেখা গেল সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ভাঙা পায়ের বদলে প্লাস্টার করেছেন অন্য পায়ে ৷ তারপর রোগীর ভাঙা পায়ে তীব্র যন্ত্রণার জন্য তড়িঘড়ি স্থানান্তরিত করা হল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ এমনটাই অভিযোগ করছেন রোগীর পরিবার ৷
পথদুর্ঘটনার কবলে পড়ে নদিয়ার নাকাশিপাড়া থানার আরবেতাই এলাকার বাসিন্দা আজিফা বেরার ডান পা ভেঙে যায় ৷ এরপর তাঁকে শক্তিনগর হাসপাতালে ভরতি করা হলে দেখা যায় ভাঙা ডান পায়ের বদলে চিকিৎসকরা প্লাস্টার করেছেন বাঁ পায়ে ৷ ফলে যন্ত্রণা কমা তো দূরের কথা, কিছুক্ষণ পর তীব্র যন্ত্রণায় ফুলতে থাকে ডান পা ৷ এরপর পরিবারের সদস্যরা গিয়ে দেখেন ভুল পায়ে প্লাস্টার করা হয়েছে ৷ যার জন্য রোগীকে তড়িঘড়ি নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার কথা লিখে দেওয়া হয় হাসপাতালের তরফে ৷ এই ঘটনার কথা জানার পর উত্তপ্ত হওয়ার আঁচ পেয়েই স্থানীয় কোতয়ালি থানায় খবর দেয় শক্তিনগর জেলা হাসপাতাল কর্তৃপক্ষ (Allegations of Wrong Treatment in Nadia) ৷