শান্তিপুর, 13 জানুয়ারি : স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বিনামূল্যে চিকিৎসার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু সেই কার্ড থাকার পরও চিকিৎসা করাতে গিয়ে চরম হয়রানির শিকার হলেন এক পরিবার । কলকাতার একাধিক হাসপাতলে ভরতি না করতে পেরে অবশেষে অসুস্থ নাবালিকাকে বাড়ি ফিরলেন ওই পরিবার । তাঁদের বাড়ি নদিয়ার শান্তিপুর পৌরসভা এলাকায় ।
সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দত্ত পাড়ার বাসিন্দা ভরত দাস । পেশায় ভ্যানচালক । তাঁর মেয়ের মাথায় তিনটি টিউমার ধরা পড়ে । সেই কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তাঁকে গত এক মাস আগে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন । সেই মতো তার পরিবারের লোকজন অসুস্থ নাবালিকাকে নিয়ে কলকাতা হাসপাতালে চিকিৎসার উদ্দেশে রওনা দেন ।