শান্তিপুর, 20 মার্চ: 80 বছর বয়সি বৃদ্ধা মায়ের উপর ছেলের অমানবিক অত্যাচারের অভিযোগ। মায়ের নামে সম্পত্তি জোর করে নিজের নামে লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে (Son's Inhuman Torture)৷ ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার 10 নম্বর ওয়ার্ডের খুদে কালীতলা এলাকায়।
80 বছর বয়সী বৃদ্ধা ঠাকুরানী ঘোষের অভিযোগ, তাঁর একমাত্র ছেলে জগন্নাথ ঘোষ গত 6 মাস ধরে তাঁর উপরে শারীরিক এবং মানসিক অত্যাচার চাবিয়ে আসছে। এছাড়াও সম্পত্তি জোর করে লিখিয়ে নেয় ৷ তবুও ওই ছেলের সমস্ত অন্যায় অত্যাচার সহ্য করে বাড়িতেই থাকতেন ৷ কিন্তু ছেলের অত্যাচার এবং বউমার অত্যাচার প্রতিদিন বেড়েই চলেছে। অভিযোগ, কয়েকদিন আগেই ওই বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয় ছেলে। ওই বৃদ্ধা বয়সজনিত কারণে ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না ৷ দু'বেলা দু'মুঠো ভাত জোগাড় করা তাঁর দায় হয়ে ওঠে ৷ এরপর তিনি আশ্রয় নেন তাঁর মেয়ের বাড়িতে।