পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bangaon road block: মোটরযান পরিদর্শকদের বিরুদ্ধে জোর করে টাকা আদায় ও মারধরের অভিযোগে অবরোধ - truck manager

জোর করে টাকা আদায় ও মারধর করছেন মোটরযান পরিদর্শকরা (এমভিআই)। গাড়ি প্রতি 5 হাজার থেকে শুরু করে 25 হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন। এমনই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন ট্রাকচালক ও মালিকরা। রবিবার রাত সাড়ে দশটা থেকে বনগাঁ থানার বিএসএফ(BSF) ক্যাম্প মোড় এলাকার যশোর রোডের উপর অবরোধ শুরু করেন তাঁরা। গভীর রাত পর্যন্ত চলে এই অবরোধ।

রাস্তা অবরোধ করে বিক্ষোভ ট্রাকচালক ও ট্রাক মালিকরা
রাস্তা অবরোধ করে বিক্ষোভ ট্রাকচালক ও ট্রাক মালিকরা

By

Published : Aug 2, 2021, 3:38 PM IST

বনগাঁ, 2 অগস্ট : মোটরযান পরিদর্শকদের বিরুদ্ধে জোর করে টাকা আদায় ও মারধরের অভিযোগ উঠল ৷ এই অভিযোগে রবিবার রাত সাড়ে দশটা থেকে বনগাঁ থানার বিএসএফ (BSF)ক্যাম্প মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন ট্রাকচালক ও মালিকরা।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, লকডাউনের ফলে অনেকেরই কাজ জুটছে না। পেট্রাপোল দিয়ে গাড়ি চলছে বলে মালিক, গাড়িচালক ও খালাসিদের খাবার জুটছে। কিন্তু মোটরযান পরিদর্শক (এমভিআই)-এর অত্যাচারে তাও বন্ধ হতে চলেছে।

বনগাঁয় বাইরে থেকে যে সমস্ত বালি ও পাথর বোঝাই ওভারলোড গাড়ি আসে সেই সমস্ত গাড়ি আটকে 5 হাজার টাকা থেকে শুরু করে 25 হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন এমভিআইরা। বনগাঁর ব্যবসায়ীদের গাড়ি আটকেও টাকা চাইছেন তাঁরা। টাকা না দিলে গাড়ির চালকদের মারধর করা হচ্ছে। মালিকদের ডেকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। এমভিআই-এর অত্যাচারে গাড়ি রাস্তায় বের করা যাচ্ছে না ৷

আরও পড়ুন : NO ELECTRIC SERVICE: প্রধানের কোপে আটদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা, আদালতের দ্বারস্থ দিগনগরের বাসিন্দারা

ট্রাক মালিক সিন্টু অধিকারী বলেন, ‘‘শনিবার আমাদের এক গাড়ি চালককে মেরে পা ভেঙে দিয়েছে এবং গাড়ির ফাইল আটকে রেখেছে এক এমভিআই। এমভিআই-এর এই অত্যাচার আমরা কোনওভাবেই মানব না। রাস্তায় সাতটা বর্ডার আছে তার মধ্যে কোথাও এমন অত্যাচার নেই। শুধুমাত্র এই বর্ডারে আমাদের উপর অত্যাচার হচ্ছে।’’

তারই প্রতিবাদে এদিন রাত সাড়ে দশটা থেকে বনগাঁ-পেট্রাপোল জাতীয় সড়কের বিএসএফ (BSF)ক্যাম্প মোড়ে রাস্তা অবরোধ শুরু করেন গাড়ির মালিক ও ট্রাকচালকরা। তাঁদের দাবি, এমভিএই-এর অত্যাচার বন্ধ করতে হবে এবং কোনওভাবেই গাড়ি ধরা চলবে না। তা না হলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন। গভীর রাত পর্যন্ত অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়।

আরও পড়ুন : santipur : মাঝ নদীতে আটকে যায় নৌকা, শান্তিপুরে ঝুঁকির পারাপার যাত্রীদের

বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠ বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের নির্দেশ অনুসারে ওভারলোডিং ট্রাক ও বেআইনি ট্রাকের উপর নজরদারি চালাচ্ছে এমভিআই। তারই অঙ্গ হিসাবে বনগাঁতে অভিযান চালানো হচ্ছিল। সেখানে বেশ কিছু গাড়ি ধরা পড়েছে। এর বিরুদ্ধে একটা বিক্ষোভ হয়েছে। প্রশাসন বিষয়টি দেখছে। দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রশাসন চেষ্টা করছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details