নদিয়া, 30 এপ্রিল: চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার আপ্ত সহায়কের বিরুদ্ধে ৷ লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে আপ্ত সহায়ক প্রবীরকুমার কয়াল, শ্যামল কয়াল ও সুনীল মণ্ডলকে গ্রেফতার করা হয় ৷ শুক্রবার রাতে দক্ষিণ 24 পরগনার রায়দিঘির একটি হোটেল থেকে অভিযুক্তদের গ্রেফতার করে রাজ্য দুর্নীতি দমনশাখা (Allegation of Cheating On MLA Personal Assistant) ৷
সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখার আধিকারিকরা রায়দিঘির একটি হোটেলে অভিযান চালান ৷ টাকা নেওয়ার সময় তাঁদের হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠেছে ৷ এই প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না তা ধৃতদের জেরা করে জানা যাবে বলে মনে করছে পুলিশ ৷