পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Allegation of Cheating On MLA Personal Assistant : চাকরির নামে প্রতারণার অভিযোগ বিধায়কের আপ্ত সহায়ক-সহ গ্রেফতার 3 - চাকরির নামে প্রতারণা অভিযোগ বিধায়কের আপ্ত সহায়কের বিরুদ্ধে

চাকরির নামে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার তেহট্টের বিধায়কের আপ্ত সহায়ক ৷ তবে তেহট্টের বিধায়ক তাপস সাহা অভিযুক্ত প্রবীরকুমার কয়াল তাঁর আপ্ত সহায়ক নয় বলে দাবি করেন (Allegation of Cheating On MLA Personal Assistant) ৷

Allegation of Cheating On MLA's Personal Assistant
চাকরির নামে প্রতারণার অভিযোগ বিধায়কের আপ্ত সহায়কের বিরুদ্ধে, গ্রেফতার 3

By

Published : Apr 30, 2022, 3:52 PM IST

Updated : Apr 30, 2022, 4:09 PM IST

নদিয়া, 30 এপ্রিল: চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার আপ্ত সহায়কের বিরুদ্ধে ৷ লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে আপ্ত সহায়ক প্রবীরকুমার কয়াল, শ্যামল কয়াল ও সুনীল মণ্ডলকে গ্রেফতার করা হয় ৷ শুক্রবার রাতে দক্ষিণ 24 পরগনার রায়দিঘির একটি হোটেল থেকে অভিযুক্তদের গ্রেফতার করে রাজ্য দুর্নীতি দমনশাখা (Allegation of Cheating On MLA Personal Assistant) ৷

সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখার আধিকারিকরা রায়দিঘির একটি হোটেলে অভিযান চালান ৷ টাকা নেওয়ার সময় তাঁদের হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠেছে ৷ এই প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না তা ধৃতদের জেরা করে জানা যাবে বলে মনে করছে পুলিশ ৷

চাকরির নামে প্রতারণার অভিযোগ বিধায়কের আপ্ত সহায়ক-সহ গ্রেফতার 3

আরও পড়ুন :Job Fraud Case : চাকরির নামে প্রতারণা চক্রের হদিশ, ধৃত এক মহিলা

উল্লেখ্য, গত ২০১৬ সালের পর থেকে বেশ কয়েক বছর তাপস সাহা পলাশিপাড়ার বিধায়ক ছিলেন । বর্তমানে তিনি নদিয়ার তেহট্টের বিধায়ক । তাঁর আপ্তসহায়ক হিসাবে কাজ করতেন প্রবীরকুমার কয়াল । সেই সুযোগে চাকরি দেওয়ার নামে প্রবীর টাকা নিতেন বলে অভিযোগ । তবে এই ঘটনার দায় নিতে চাননি তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা । তিনি জানান, গ্রেফতার হওয়া প্রবীরকুমার কয়াল তেহট্টের বাসিন্দা হলেও তাঁর আপ্ত সহায়ক নন ৷ গ্রেফতার হওয়া বাকি 2 অভিযুক্তকে তিনি চেনেন না ৷

Last Updated : Apr 30, 2022, 4:09 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details