পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শান্তিপুরে পঞ্চায়েত প্রধানের বাড়ি বোমাবাজির অভিযোগ - শান্তিপুরে পঞ্চায়েত প্রধানের বাড়ি বোমাবাজি

নদিয়া শান্তিপুর থানার বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস পরিচালিত । গতকাল গভীর রাতে পঞ্চায়েত প্রধান তপতী বসাকের বাড়ি বোমাবাজি করার অভিযোগ ওঠে । তাঁর অভিযোগ , তৃণমূল কংগ্রেসের বেলঘড়িয়া অঞ্চলের সভাপতি দুলাল বসাকের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে ।

Shantipur
Shantipur

By

Published : Oct 14, 2020, 4:46 PM IST

শান্তিপুর , 14 অক্টোবর : শান্তিপুরে তৃণমূল পঞ্চায়েতের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল ৷ নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা ৷ অভিযোগ , তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে ৷

নদিয়া শান্তিপুর থানার বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস পরিচালিত । গতকাল গভীর রাতে পঞ্চায়েত প্রধান তপতী বসাকের বাড়ি বোমাবাজি করার অভিযোগ ওঠে । বিকট আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা বাইরে এসে দেখে উঠোন জুড়ে ধোয়া ভরতি হয়ে গেছে । অভিযোগ , তারপরই ঘটনাস্থান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ এই বিষয়ে তৃণমূল কংগ্রেস প্রধান তপতী বসাক জানান , তৃণমূল কংগ্রেসের বেলঘড়িয়া অঞ্চলের সভাপতি দুলাল বসাকের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে । এর আগেও তাঁর নেতৃত্বে অনেকবার পঞ্চায়েত অফিস ভাঙচুর করা হয়েছিল । এই ঘটনায় শান্তিপুর থানার দুলাল বসাকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল । কিন্তু তারপরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । গতকাল রাতের বোমাবাজির ঘটনাও দুলাল বসাকের নেতৃত্বেই হয়েছে ।তিনি আরও জানান , মূলত প্রধানের পদ নিয়ে এই সমস্যা । দুলাল বসাকের স্ত্রী গ্রাম পঞ্চায়েতের সদস্যা ৷ সেই কারণে প্রধানের পদ তাকে দিতে হবে বলে দাবি তাদের ।

বোমাবাজির ঘটনায় পঞ্চায়েত প্রধান তপতী বসাক দুলাল বসাকের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ । যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details