রানাঘাট, 17 এপ্রিল : নদিয়ার ধানতলা থানা এলাকায় নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের পর তার পরিবারের তরফে ধর্ষণের যে অভিযোগ তোলা হচ্ছে (allegation of rape in Dhantala), সেই ঘটনায় এবার নতুন মোড় ৷ যার কেন্দ্রে রয়েছে ভাইরাল হওয়া একটি অডিয়ো টেপ ৷ যদিও এই অডিয়ো টেপের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ তৃণমূলের দাবি, এই অডিয়োটি স্থানীয় বিজেপি নেতাদের কথোপকথন ৷ যেখানে একজনকে বলতে শোনা যাচ্ছে, "ধানতলার ঘটনা নিয়ে বুঝেশুনে এগোন উচিত ৷ মিথ্যাটাকে সত্য প্রমাণ করতে গেলে বুমেরাং হতে পারে ৷ এটা মনে হয় আত্মহত্যারই ঘটনা ৷ " এই অডিয়ো টেপকে হাতিয়ার করে তৃণমূলের অভিযোগ, মৃতদেহ নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি ৷ তাদের অভিযোগের তির রানাঘাটের তিন বিজেপি বিধায়কের দিকে ৷
শনিবার নদিয়ার ধানতলা থানার অন্তর্গত একটি গ্রামে ঘরের ভিতর থেকে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ প্রাথমিকভাবে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠায় । পরে মৃতার পরিবারের চাপে আরেকবার দেহের ময়নাতদন্ত হয় ৷ নাবালিকার পরিবারের তরফে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তার মাঝেই ভাইরাল হয়েছে এই অডিয়ো টেপ ৷ তৃণমূলের দাবি, এই অডিয়ো থেকে পরিষ্কার বিজেপি এই ঘটনায় রাজনৈতিক মাইলেজ নিতে চাইছে ৷