শান্তিপুর, 10 জানুয়ারি : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে একাধিকবার সহবাস করার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। পরে বিয়ে করতে অস্বীকার করে সে । লিখিত অভিযোগ দায়ের সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অভিযুক্ত সিভিক ভলান্টিয়র - বিয়ের প্রতিশ্রুতি সিভিক ভলেন্টিয়রের বিরুদ্ধে
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে একাধিকবার সহবাস করার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। যদিও এখনও সে আটক বা গ্রেপ্তার হয়নি ৷
ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার । 2 বছর আগে শান্তিপুর এলাকার বাসিন্দা এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় পেশায় শান্তিপুর থানার সিভিক ভলান্টিয়ার কৌশিক বোসের । অভিযোগ, এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার সঙ্গে দীর্ঘদিন সহবাস করে কৌশিক । অভিযোগ, গত কয়েক দিন আগে ওই মহিলা কৌশিককে বিয়ের কথা বললে বিয়ে করতে অস্বীকার করে সে । এরপরই সুবিচার দাবি করে শান্তিপুর থানার দ্বারস্থ হন ওই মহিলা ।
অভিযুক্ত কৌশিকের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা মহিলা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও অভিযুক্ত সিভিক ভলান্টিয়ায় এখনও গ্রেপ্তার কিংবা আটক হয়নি ।
TAGGED:
civic volinteer got detened