তেহট্ট, 16 ফেব্রুয়ারি : চিকিৎসার গাফিলতিতে গর্ভস্থ শিশু মৃত্যুর অভিযোগ ৷ নদিয়ার তেহট্ট এলাকার ঘটনা ৷ নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে স্বাস্থ্য দপ্তরে ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন :সরস্বতী পুজোয় ভ্যালেন্টাইন'স ডে পালন করলে "উপযুক্ত ব্যবস্থা", হুমকি বজরং দলের
জানা গিয়েছে, গত 3রা ফেব্রুয়ারি তেহট্টর পুঁটিরাম এলাকার বাসিন্দা স্বাধীন মণ্ডলের স্ত্রী টুটুল মণ্ডলকে নার্সিংহোমে নিয়ে আসা হয় ৷ অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর পরিবারের কাছ থেকে 10 হাজার টাকা নেয় ৷ এরপর রোগীকে ওই হাসপাতালে ভর্তি রাখা হয় বলে জানায় পরিবারের লোকেরা ৷ পরের দিন অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় ৷ এরপর তাঁকে কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই ওই মহিলা মৃত সন্তান প্রসব করেন ৷
ভিডিয়োতে শুনুন রোগীর বক্তব্য পরিবারের লোকেদের অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ তাঁকে টাকার লোভে আটকে রাখে ৷ যার ফলেই এই ঘটনা ঘটে বলে দাবি তাঁদের ৷ এরপরেই পরিবারের পক্ষ থেকে নদিয়া জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ দায়ের করা হয় ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷