পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Attack on BJP MP : 'দ্য কাশ্মীর ফাইলস' দেখে ফেরার পথে হামলা ! জোর বাঁচলেন রানাঘাটের বিজেপি সাংসদ

গোটা ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন এই বিজেপি সাংসদ (BJP MP Jagannath Sarkar) ৷ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷

MP Jagannath Sarkar
দ্য কাশ্মীর ফাইলস দেখে ফেরার পথে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের উপর হামলা

By

Published : Mar 19, 2022, 10:35 PM IST

Updated : Mar 19, 2022, 10:51 PM IST

হরিণঘাটা, 19 মার্চ: বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি (allegation of attack on MP Jagannath Sarkar) । গাড়ি কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সাংসদ । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার হরিণঘাটা থানার শিমুলতলা এলাকায় । গোটা ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । থানায় লিখিত অভিযোগ দায়ের।

জানা গিয়েছে, রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এদিন দলের সক্রিয় কর্মীদের নিয়ে কল্যাণীর একটি সিনেমা হলে দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটি দেখতে যান । সেখান থেকেই বাড়ি ফেরার আগে এক পরিচিতের বাড়ি নিমন্ত্রণ খেতে যান । সেখান থেকে বাড়ি ফেরার পথে তাঁর গাড়ি যখন সগুনা থেকে এইমস হাসপাতাল ছাড়িয়ে শিমুলতলা যাচ্ছিল ঠিক তখনই একটি বিকট আওয়াজ শুনতে পান তিনি। কার্যত কেঁপে ওঠে তাঁর গাড়িটি ।

জোর বাঁচলেন রানাঘাটের বিজেপি সাংসদ

আরও পড়ুন : 24 ঘণ্টার মধ্যে পুলিশের জালে রিজেন্ট পার্ক খুনে অভিযুক্ত

এরপর কিছুটা দূরে গিয়ে গাড়ি থামিয়ে তিনি দেখতে গাড়ির পিছন দিক অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে । বিজেপি সাংসদের অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে এদিন বোমা মারা হয় ৷ তিনি বলেন, " আমার গাড়ির গতিবেগ বেশি থাকার কারণে বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে । সেই কারণেই প্রাণে বেঁচে গিয়েছি।" তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুনের ষড়যন্ত্র করেছে বলে তাঁর অভিযোগ ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে হরিণঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ৷

Last Updated : Mar 19, 2022, 10:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details