শান্তিপুর, 1 জুন : হাসপাতাল চত্বরে প্রকাশ্যে চলছে মদ বিক্রি ৷ প্রতিবাদ করায় আটটি বাড়ি ভাঙচুরসহ সারারাত তাণ্ডব চালাল দুষ্কৃতীরা ৷ সঙ্গে প্রাণে মারার হুমকি। পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এলাকার ঘটনা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের কোয়ার্টারের একটি পরিত্যক্ত ঘরে প্রকাশ্যে রাস্তার পাশে চলে মদ্যপানের আসর। শান্তিপুর স্টেডিয়ামের সামনের রাস্তা দিয়ে সন্ধ্যার পর মহিলা থেকে শিশুদের চলাচলের উপায় থাকে না ৷ এর আগেও একাধিকবার এই নিয়ে সরব হয়েছিলেন স্থানীয়রা ৷ জনপ্রতিনিধি থেকে শুরু করে, প্রশাসন সকলেরই জানা জোড়া কালী বটতলার ববি কলোনিতে রাম ঘোষ এবং হসপিটাল কোয়ার্টার কলোনিতে অরুণ বিশ্বাস নামে দুই ব্যক্তি নিয়মিত মদ বিক্রি করেন। সন্ধ্যের পর থেকে অকথ্য গালিগালাজ শুনতে পান ওই এলাকার বাসিন্দারা ৷ গতকাল তারই প্রতিবাদ করেছিলেন সংশ্লিষ্ট এলাকার যুবক ও মহিলারা ৷