পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB ByPolls : শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী রাজু পাল - bye-election

ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী না দিলেও শান্তিপুর কেন্দ্রে উপনির্বাচনে রাজু পালকে দাঁড় করাল কংগ্রেস ৷ তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস, বামপ্রার্থী সোমেন মাহাতো আর সর্বোপরি তৃণমূল কংগ্রেসের ব্রজকিশোর গোস্বামী ৷

শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী
শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী

By

Published : Oct 8, 2021, 6:34 AM IST

Updated : Oct 8, 2021, 8:12 AM IST

নয়াদিল্লি, 8 অক্টোবর : শান্তিপুর বিধানসভা কেন্দ্র (Santipur Assembly Constituency) থেকে রাজু পালকে (Raju Pal) প্রার্থী করল কংগ্রেস ৷ আগামী 30 অক্টোবর রাজ্যের বাকি 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (bye-election) ৷ বৃহস্পতিবার এই কথা ঘোষণা করে কংগ্রেস (All India Congress Committee) ৷

একটি প্রেস বিজ্ঞপ্তিতে কংগ্রেসের তরফে জানানো হয়, "কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধি পশ্চিমবঙ্গ উপনির্বাচনে 86 শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে রাজু পালকে প্রার্থী করার বিষয়ে সম্মতি জানিয়েছেন ৷" 28 সেপ্টেম্বর নির্বাচন কমিশন (Election Commission of India) সব মিলিয়ে দেশের 15টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 3টি লোকসভা কেন্দ্রে (Parliamentary) এবং 30টি বিধানসভা কেন্দ্রে (Assembly Seats) উপনির্বাচনের কথা ঘোষণা করে ৷

আরও পড়ুন : Somen Mahato : শান্তিপুর আসনে মনোনয়ন পেশ বাম প্রার্থী সৌমেন মাহাতর

ভবানীপুর উপনির্বাচনের ফল ঘোষণার পরে তৃণমূল সুপ্রিমো শান্তিপুর-সহ 4টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন ৷ শান্তিপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ৷ আর বিজেপি এই কেন্দ্রে নিরঞ্জন বিশ্বাসকে (Niranjan Biswas) প্রার্থী করেছে ৷ ইতিমধ্যে গতকাল এই কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বামফ্রন্ট প্রার্থী সৌমেন মাহাতো ৷

উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনে শান্তিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন সাংসদ জগন্নাথ সরকার ৷ তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দে-কে প্রায় 15 হাজারেরও বেশি ভোটে পরাজিত করে বিধানসভায় জয়ী হন । কিন্তু পরে 12 মে বিজেপির দুই বিধায়ক নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ৷ দুই বিধায়ক অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের ইস্তফাপত্র জমা দেন ।

Last Updated : Oct 8, 2021, 8:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details