নদিয়া, 17 এপ্রিল: পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী চেয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন নার্সিং স্টাফরা । হাসপাতালের কাজ বন্ধ রেখেই চলল বিক্ষোভ । নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালের ঘটনা । পরে জেলার স্বাস্থ্য আধিকারিকদের তত্ত্বাবধানে এবং আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তাঁরা ।
এই হাসপাতালে ভরতি ছিলেন কোরোনা আক্রান্ত এক রোগী । কিন্তু হাসপাতালের নার্সিং স্টাফদের পর্যাপ্ত সুরক্ষা কিট নেই বলে অভিযোগ । নেই পর্যাপ্ত স্যানিটাইজ়ার । PPE কিটও দেওয়া হয়নি কাউকে । নেই n95 মাস্ক । অভিযোগ, এই অবস্থায় কোন নিরাপত্তায় কাজ করবেন? অবিলম্বে পর্যাপ্ত সুরক্ষা কিট দানের দাবি জানান তাঁরা । সূত্রের খবর, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগের তরফের রিপোর্টে একজন কোরোনা পজ়িটিভ রোগীর উল্লেখ রয়েছে । তিনি চাপড়ার চারাতলা এলাকার প্রাক্তন BSF কর্মী । জ্বর, শ্বাসকষ্ট নিয়ে শক্তিনগর জেলা হাসপাতালে কয়েকদিন আগে ভরতি হয়েছিলেন তিনি । তাঁকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভরতি নেওয়া হয়েছিল । অবস্থার উন্নতি না হওয়ায় কোরোনা সন্দেহে তাঁকে অন্য আইসোলেশন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় ।