পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nabadwip Fake Call: ভুয়ো ফোন ! অবসরপ্রাপ্ত রেলকর্মীর অ্যাকাউন্ট থেকে গায়েব 64 হাজার - Nabadwip Fake Call

ব্যাংকের নামে ভুয়ো ফোন ৷ আর তার পরেই প্রায় 64 হাজার টাকা খোয়ালেন নবদ্বীপে অবসরপ্রাপ্ত এক রেলকর্মী (Nabadwip Fake Call) ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Nabadwip Fake Call
অবসরপ্রাপ্ত রেলকর্মীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও 64 হাজার

By

Published : Jul 27, 2022, 3:26 PM IST

নদিয়া, 27 জুলাই: রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পরিচয় দিয়ে ভুয়ো ফোন আসার পরে দু'দিনে বেশ কয়েকক্ষেপে 64 হাজার 264 টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল অবসরপ্রাপ্ত এক রেলকর্মীর । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে (Nabadwip Fake Call) ।

জানা গিয়েছে, নবদ্বীপ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বুড়ো শিবতলা ব্যানার্জি পাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত রেলকর্মী 62 বছর বয়সি অভিজিৎ ভট্টাচার্যের ফোনে মঙ্গলবার ব্যাংক ম্যানেজারের পরিচয় দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে এবং তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ও এটিএম কার্ড ব্লক হয়ে গিয়েছে বলে জানান । অভিজিৎবাবুর কাছে অ্যাকাউন্ট নম্বর ও এটিএম কার্ড নম্বর জানতে চাইলে তিনি বিশ্বাস করে ওই ব্যক্তিকে সবিস্তারে জানিয়ে দেন ।

অবসরপ্রাপ্ত রেলকর্মীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও 64 হাজার

আরও পড়ুন :অনলাইন পেমেন্টের নামে দোকানদারের সঙ্গে জালিয়াতি 3 যুবকের

এরপর ওইদিনই প্রথমে তিন ধাপে 10 হাজার টাকা করে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় । এরপর বুধবার ফের প্রথমে 10 হাজার টাকা এবং পরে 24 হাজার 264 টাকা কেটে নেওয়া হয় অবসরপ্রাপ্ত ওই রেলকর্মীর অ্যাকাউন্ট থেকে । প্রতারিত হয়েছেন বুঝতে পেরে অভিজিৎবাবু প্রথমে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন এবং পরে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিজিৎ ভট্টাচার্যের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details