নদিয়া, 27 জুলাই: রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পরিচয় দিয়ে ভুয়ো ফোন আসার পরে দু'দিনে বেশ কয়েকক্ষেপে 64 হাজার 264 টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল অবসরপ্রাপ্ত এক রেলকর্মীর । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে (Nabadwip Fake Call) ।
জানা গিয়েছে, নবদ্বীপ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বুড়ো শিবতলা ব্যানার্জি পাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত রেলকর্মী 62 বছর বয়সি অভিজিৎ ভট্টাচার্যের ফোনে মঙ্গলবার ব্যাংক ম্যানেজারের পরিচয় দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে এবং তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ও এটিএম কার্ড ব্লক হয়ে গিয়েছে বলে জানান । অভিজিৎবাবুর কাছে অ্যাকাউন্ট নম্বর ও এটিএম কার্ড নম্বর জানতে চাইলে তিনি বিশ্বাস করে ওই ব্যক্তিকে সবিস্তারে জানিয়ে দেন ।