পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Adhir Slams TMC : সব অপরাধেই তৃণমূলের নাম জড়িয়ে যাচ্ছে, কটাক্ষ অধীরের - Bengal CM Mamata Banerjee

মঙ্গলবার নদিয়ার হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে (Hanskhali Rape) মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Bengal Congress President Adhir Chowdhuri) । সেখানে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেন তিনি (Adhir Slams TMC on Hanskhali Rape Case) ।

adhir-slams-tmc-on-hanskhali-rape-case
Adhir Slams TMC : সব অপরাধেই তৃণমূলের নাম জড়িয়ে যাচ্ছে, কটাক্ষ অধীরের

By

Published : Apr 12, 2022, 9:24 PM IST

হাঁসখালি (নদিয়া), 12 এপ্রিল : ‘‘পশ্চিমবঙ্গে যতরকম খুন, ধর্ষণ, গণহত্যা, দুর্নীতি, অগ্নিসংযোগের মতো অসামাজিক কাজকর্ম হচ্ছে, সব ক্ষেত্রেই তৃণমূলের নাম জড়িয়ে যাচ্ছে । অপরাধীর কোনও রং থাকা উচিত নয়, প্রকৃত অপরাধীর অবশ্যই সাজা হওয়া দরকার ।’’ মঙ্গলবার দুপুরে নদিয়ার হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে (Hanskhali Rape) মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে এসে কার্যত এই ভাষাতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Slams TMC on Hanskhali Rape Case) ।

এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে ৷ সেই নিয়ে অধীরবাবুর দাবি, পুলিশ মুখ্যমন্ত্রীর এই উক্তিকে হাতিয়ার করে নির্যাতিতা মৃত নাবালিকার মা-বাবার থেকে জবানবন্দি নেওয়ার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বারংবার থানায় ডেকে পাঠিয়ে মানসিক অত্যাচার করছে ।

সব অপরাধেই তৃণমূলের নাম জড়িয়ে যাচ্ছে, কটাক্ষ অধীরের

তাঁর আরও অভিযোগ, বাংলার কোনও পরিবারে যদি খুন ধর্ষণ বা হত্যার মতো ঘটনা ঘটে, তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারের সদস্যদের জন্য চাকরি ব্যবস্থা করা হবে । এছাড়া এই রাজ্যে কর্মসংস্থানের কোনও জায়গা নেই বলে এই দিন সরাসরি রাজ্য সরকারকে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Congress MP Adhir Chowdhuri) । পাশাপাশি যেকোনও পরিস্থিতিতে নির্যাতিতা ও মৃত কিশোরীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি ।

আরও পড়ুন :Suvendu Slams Mamata : হাঁসখালি নিয়ে মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত, সমালোচনা শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details