হাঁসখালি (নদিয়া), 12 এপ্রিল : ‘‘পশ্চিমবঙ্গে যতরকম খুন, ধর্ষণ, গণহত্যা, দুর্নীতি, অগ্নিসংযোগের মতো অসামাজিক কাজকর্ম হচ্ছে, সব ক্ষেত্রেই তৃণমূলের নাম জড়িয়ে যাচ্ছে । অপরাধীর কোনও রং থাকা উচিত নয়, প্রকৃত অপরাধীর অবশ্যই সাজা হওয়া দরকার ।’’ মঙ্গলবার দুপুরে নদিয়ার হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে (Hanskhali Rape) মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে এসে কার্যত এই ভাষাতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Slams TMC on Hanskhali Rape Case) ।
এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে ৷ সেই নিয়ে অধীরবাবুর দাবি, পুলিশ মুখ্যমন্ত্রীর এই উক্তিকে হাতিয়ার করে নির্যাতিতা মৃত নাবালিকার মা-বাবার থেকে জবানবন্দি নেওয়ার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বারংবার থানায় ডেকে পাঠিয়ে মানসিক অত্যাচার করছে ।