কৃষ্ণনগর, 29 জুন : ঘরে ঢুকে যুবতির মুখে অ্যাসিড । তাঁর নাম শুক্লা রায় । একটুর জন্য বাঁচল তাঁর পাঁচ বছরের ছেলে । ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার জয়ঘাটা গ্রাম পঞ্চায়েতের ঘুগরাগাছা এলাকার । অভিযুক্ত নাটুরাম বিশ্বাস সম্পর্কে জখম শুক্লার আত্মীয় । ঘটনার পর থেকেই পলাতক ছিল নাটুরাম । গতকাল রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ।
বাড়িতে ঢুকে ঘুমন্ত যুবতির মুখে অ্যাসিড, গ্রেপ্তার যুবক - arrest
ঘরে ঢুকে যুবতির মুখে অ্যাসিড । একটুর জন্য বাঁচল তাঁর পাঁচ বছরের ছেলে । অভিযুক্ত নাটুরাম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগরের ।
সাত বছর আগে উত্তর 24 পরগনার শ্যামনগরে বিয়ে হয় শুক্লার । পারিবারিক সমস্যার কারণে শ্বশুরবাড়ি ছেড়ে ছেলেকে নিয়ে নদিয়ায় বাবার বাড়িতে এসে থাকতে শুরু করেন শুক্লা । বৃহস্পতিবার রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন শুক্লা । বাড়ির পাশের বাঁশবাগান রয়েছে । অভিযোগ, বাঁশ বেয়ে বাড়ির ছাদে ওঠে নাটুরাম । তারপর ঘরে ঢুকে ঘুমন্ত শুক্লার উপর অ্যাসিড ছোড়ে । একটুর জন্য বেঁচে যায় তাঁর ছেলে । শুক্লার চিৎকারে নাটুরাম সেখান থেকে পালায় । শুক্লাকে ভরতি করা হয় শক্তিনগর স্টেট জেনেরাল হাসপাতালে । চিকিৎসার পর গতকাল রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয় ।
গতকাল এই ঘটনায় কৃষ্ণনগর থানায় অভিযোগ দায়ের হয় । অভিযোগে জানানো হয় এর আগে নাটুরাম অ্যাসিড হামলার হুমকি দিয়েছিল শুক্লাকে । অভিযোগ পেয়ে গতকাল রাতে নাটুরামকে গ্রেপ্তার করে পুলিশ ।