পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অতিরিক্ত টাকার রসিদ চাওয়ায় ভরতি নিল না সরকারি স্কুল - বেথুয়াডহরী গোট পাড়া প্রাথমিক বিদ্যালয়

অতিরিক্ত টাকা সরস্বতী পুজোর চাঁদার রশিদ চাওয়ার দাবিতে সরকারি স্কুলে ভরতি নিল না 6 বছরের খুদেকে । সরকারি দপ্তরে আবেদন চেয়ে আজও মেলেনি সদুত্তর ।

student in nakashipara
বাড়িতে পড়াশুনা চলছে খুদের

By

Published : Feb 21, 2020, 8:19 PM IST

নাকাশিপাড়া (নদিয়া), 21 ফেব্রুয়ারি: অতিরিক্ত টাকার বিনিময়ে রসিদ দিল না সরকারি স্কুল । ফলে ভরতি আটকে গেল পৌলমী নামে 6 বছরের খুদের । বাড়িতেই চলছে প্রথাগত পড়াশুনা । বেথুয়াডহরি গোট পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা । পৌলমীর পরিবার সরকারি স্কুলে ভরতির আর্জি জানিয়ে দ্বারস্থ হয়েছেন জেলা শাসক থেকে বিকাশভবন পর্যন্ত ।

পৌলমী নকশিপাড়া থানার অন্তর্গত এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা । সেখানে কেবল একটি মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে । নাম বেথুয়াডহরি গোট পাড়া প্রাথমিক বিদ্যালয় । 11 জানুয়ারি ওই স্কুলে প্রথম শ্রেণিতে ভরতির ফর্ম জমা দেন পৌলমীর বাবা বিপ্লব দত্ত, পেশায় বেসরকারি সংস্থায় কর্মরত । 13 জানুয়ারি মেয়েকে ভরতি করাতে যান । বিপ্লববাবুর অভিযোগ, খাতায় অভিভাবকের সই করার সময় 50 টাকা দাবি করা হয় । সরস্বতী পুজোর চাঁদা বাবদ ওই 50 টাকা দাবি ছিল স্কুল কর্তৃপক্ষের কিন্তু রসিদ দিতে অস্বীকার করে তারা । কোনওদিন ওই ছাত্রীকে ভরতি নেবে না, জানিয়ে দেয় ।

অবশেষে বাধ্য হয়ে পৌলমীর অভিভাবকরা সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেন । নকশিপাড়ার BDO কল্লোল বিশ্বাসকেও জানানো হয়েছিল । অথচ সরকারি দপ্তর থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি আজও । সরকারি দপ্তরের উদাসীনতার কারণে ওই খুদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে পারে আশঙ্কা পরিবারের ।

ABOUT THE AUTHOR

...view details