হাঁসখালি (নদিয়া), 7 ফেব্রুয়ারি:স্ত্রীর সামনেই স্বামীকে ধারালো অস্ত্রের আঘাত ৷ এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্থানীয় এক ব্যাক্তির বিরুদ্ধে (accused murder a man in front of wife in Nadia)৷ স্বামীকে বাঁচাতে গিয়ে অভিযুক্তের হাতে আহত হয়েছেন স্ত্রী মিনতি মণ্ডল ৷ অভিযোগের তির স্থানীয় প্রশান্ত বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ৷ সোমবার রাতে নদিয়ার হাঁসখালি থানার অর্ন্তগত বেনালি এলাকায় ঘটনা ৷
জানা গিয়েছে, মৃতের নাম শিমূল মণ্ডল ৷ বয়স আনুমানিক 50 বছর ৷ রাজমিস্ত্রির কাজ করতেন তিনি । নিহতের স্ত্রী মিনতি মণ্ডলের অভিযোগ, সোমবার রাত্রি আটটা নাগাদ প্রতিবেশী প্রশান্ত বিশ্বাস নামে এক যুবক শিমূল মণ্ডলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে । স্বামীর আর্তনাদে ছুটে আসেন স্ত্রী মিনতি মণ্ডল ৷ স্বামীকে বাঁচানোর চেষ্টা করেন । বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তি মিনতি মণ্ডলকেও ধারাল অস্ত্র দিয়ে হাতে কোপ মারেন । গুরুতর আহত অবস্থায় স্বামীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ৷ সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তর করা হয় জেলা হাসপাতালে । কয়েকঘণ্টা চিকিৎসার পরে শিমূল মণ্ডলের মৃত্যু হয়।