কলকাতা, 5 ডিসেম্বর: শনিবার পূর্ব মেদিনীপুরের পর, 17 ডিসেম্বর নদিয়ার রানাঘাটে সভা করবেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee) ।
বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় শাসক দলের ভোটের ফল আশানুরূপ হয়নি । তাই পঞ্চায়েত নির্বাচনের অনেক আগে থেকেই এই দুই জেলাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস । তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে জেলা ধরে ধরে বৈঠকের সময়ও এই দুই জেলাকে বাড়তি গুরুত্ব দিয়েছিলেন । এবার ময়দানে নেমে প্রচারে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তিনি । নিজে দায়িত্ব নিয়ে এই দুই জেলায় জমি উদ্ধারের জন্য ব্রতী হয়েছেন বলে দাবি ঘাসফুল শিবিরের ।
ইতিমধ্যেই এই লক্ষ্যে গত শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করেছেন তিনি । এবার তাঁর লক্ষ্য মতুয়া (Matua) অধ্যুষিত জেলা নদিয়া । শুধুমাত্র মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্যই নয়, নদিয়ার তাঁত শিল্পের সুনাম ভুবন জোড়া । মনে করা হচ্ছে, 17 ডিসেম্বরের এই সমাবেশ থেকে তাঁত শিল্পীদের নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন অভিষেক । অভিষেকের আগে ইতিমধ্যেই নদিয়ায় প্রশাসনিক বৈঠক এবং সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেই সভা থেকে উদ্বাস্তুদের গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন তিনি । এবার রানাঘাটের সভায় উদ্বাস্তু এবং তাঁত শিল্পীদের জন্য অভিষেক কী বার্তা দেন, সেদিকে সকলের নজর থাকবে ।