পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: বিজেপি বলছে মন্দিরে যেতে অ্যাপয়নমেন্ট নিতে হবে, ঠাকুরবাড়ির ঘটনা নিয়ে মন্তব্য অভিষেকের - মতুয়া ঠাকুরবাড়ি

অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জনসভা করেন নদিয়ার হাঁসখালিতে ৷ এই সভা থেকে তিনি ঠাকুরবাড়ির ঘটনা নিয়ে মুখ খোলেন ৷

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 27, 2023, 6:44 PM IST

Updated : Jun 27, 2023, 7:28 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

হাঁসখালি, 27 জুন:ঠাকুরবাড়ির ঘটনা নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ গত 11 জুন উত্তর 24 পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়া ও তাঁর কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল ৷ বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্বের তোপের মুখে পড়তে হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ তাঁকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ এমনকী ঘটনার রেশ আদালতেও পৌঁছেছে, চলছে তদন্ত ৷ বিষয়টি নিয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও ৷ মঙ্গলবার নদিয়ার হাঁসখালির নির্বাচনী সভা থেকে নিজেই এই প্রসঙ্গ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন বলেন, "15 দিন আগে আমি ঠাকুরবাড়িতে গিয়েছিলাম কিন্তু শান্তনু ঠাকুর জোর করে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিল আমাকে ঢুকতে দেয়নি । আমি বাংলার সন্তান, বাংলায় থাকি আমাকে ঢুকতে দেবে না । আর যাদের হাতে গোধরার রক্ত লেগে রয়েছে, তাদের এরা পায়ে ধরে ঠাকুরবাড়িতে নিয়ে যায়।" পাশাপাশি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে অভিষেকের মন্তব্য, "বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন কোনওরকম অ্যাপয়নমেন্ট লেটার বা অনুমতিপত্র ছাড়াই অভিষেক মন্দিরে গিয়েছিল। এতদিন ধরে বাংলায় আছি আমরা, কখনও শুনেছেন ঠাকুরের মন্দিরে যেতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগে। ঈশ্বরের মন্দিরে, দেবতার মন্দিরে যেতে অ্যাপয়নমেন্ট লাগে ? আমি কার অ্যাপয়নমেন্ট নেব ? ভগবানের অ্যাপয়নমেন্ট? আমরা কী শিব ঠাকুর, শীতলা মায়ের পুজো দিতে মন্দিরে অ্যাপয়নমেন্ট নিয়ে যাই ?"

আরও পড়ুন: আদালতে আস্থা থাকলেও ভরসা নেই রাজ্য পুলিশের সিটে, জানালেন শান্তনু ঠাকুর

পাশাপাশি শান্তনু ঠাকুরকে কটাক্ষ করে অভিষেক বলেন, "আমি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরেরের পুজো দিতে যাব এবং তাঁদের স্মরণ করব, পাশাপাশি বীণাপানি দেবির মন্দিরে যাব, তার জন্য আমায় শান্তনু ঠাকুরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বিজেপি রাজ্যের বিরোধী দল হয়ে বলছে মন্দিরে গেলে অ্যাপয়নমেন্ট নিয়ে যেতে হবে ৷"

Last Updated : Jun 27, 2023, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details