হাঁসখালি, 27 জুলাই: মঙ্গলবার নদিয়ার কৃষ্ণগঞ্জের হাঁসখালির সভা থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ নদিয়ার এই অংশে মতুয়া ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে এদিন সরাসরি নাগরিকত্ব ইস্যু ও এনআরসি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ একইসঙ্গে তাঁর ছেলের প্রসঙ্গ তুলে ডায়মন্ড হারবারের সাংসদ জানিয়েছেন তাঁর পরিবারকেও আক্রমণ করছেন প্রধানমন্ত্রী ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,"আমার তিন বছরের ছেলেকেও আক্রমণ করছেন এই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকার ৷ আমার স্ত্রী ও 9 বছরের মেয়েকে বিমানবন্দরে আটকে দেওয়া হচ্ছে ,কারণ আমি তাদের কাছে আত্মসমর্পন করিনি ৷ কিন্তু প্রধানমন্ত্রীর যা জেদ তার থেকে দশগুণ জেদ আমার ৷ ওনার জেদ আমাকে বশ্যতা স্বীকার করানো আর আমারও জেদ দিল্লি থেকে একশো দিনের টাকা ছিনিয়ে আনার ৷ "
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি ৷ ভাঁওতাবাজির প্রতীক পদ্মফুল ৷ আর তৃণমূলের ঘাসফুল হল ভরসার প্রতীক ৷ এনআরসি'র নাম করে অসমে 19 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে কেন্দ্র, যাঁদের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি ৷ অভিষেক এদিন বলেন, "প্রায় 4 বছর হয়ে গেলেও এখনও নাগরিকত্ব প্রদানের জন্য আনা বিলের রুল তৈরি করতে পারেনি কেন্দ্রের বিজেপি সরকার ৷ কিন্তু বিষয়টি নিয়ে মানুষকে ওরা ভুল বুঝিয়ে চলেছে ৷ নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ভুল বুঝিয়ে সিএএ এর নামে 2019 সালে এখানে ভোটে জিতেছিল বিজেপি ৷ কিন্তু এখন আর বিপদে সেই নেতাদের দেখা যায় না ৷ রানাঘাট, ঠাকুরনগরের মানুষকে নাগরিকত্ব ইস্যুতে ভুল বুঝিয়েছিল বিজেপি ৷ এবার তার জবাব দেবে মানুষ ৷"