পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: 'আমার তিন বছরের ছেলেকে আক্রমণ করছেন প্রধানমন্ত্রী', ভোট প্রচারে অভিষেকের মুখে এনআরসি প্রসঙ্গ

মঙ্গলবার নদিয়া থেকে পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিনের প্রচারে একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধেছেন তিনি ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 27, 2023, 3:20 PM IST

Updated : Jun 27, 2023, 3:55 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

হাঁসখালি, 27 জুলাই: মঙ্গলবার নদিয়ার কৃষ্ণগঞ্জের হাঁসখালির সভা থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ নদিয়ার এই অংশে মতুয়া ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে এদিন সরাসরি নাগরিকত্ব ইস্যু ও এনআরসি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ একইসঙ্গে তাঁর ছেলের প্রসঙ্গ তুলে ডায়মন্ড হারবারের সাংসদ জানিয়েছেন তাঁর পরিবারকেও আক্রমণ করছেন প্রধানমন্ত্রী ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,"আমার তিন বছরের ছেলেকেও আক্রমণ করছেন এই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকার ৷ আমার স্ত্রী ও 9 বছরের মেয়েকে বিমানবন্দরে আটকে দেওয়া হচ্ছে ,কারণ আমি তাদের কাছে আত্মসমর্পন করিনি ৷ কিন্তু প্রধানমন্ত্রীর যা জেদ তার থেকে দশগুণ জেদ আমার ৷ ওনার জেদ আমাকে বশ্যতা স্বীকার করানো আর আমারও জেদ দিল্লি থেকে একশো দিনের টাকা ছিনিয়ে আনার ৷ "

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি ৷ ভাঁওতাবাজির প্রতীক পদ্মফুল ৷ আর তৃণমূলের ঘাসফুল হল ভরসার প্রতীক ৷ এনআরসি'র নাম করে অসমে 19 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে কেন্দ্র, যাঁদের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি ৷ অভিষেক এদিন বলেন, "প্রায় 4 বছর হয়ে গেলেও এখনও নাগরিকত্ব প্রদানের জন্য আনা বিলের রুল তৈরি করতে পারেনি কেন্দ্রের বিজেপি সরকার ৷ কিন্তু বিষয়টি নিয়ে মানুষকে ওরা ভুল বুঝিয়ে চলেছে ৷ নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ভুল বুঝিয়ে সিএএ এর নামে 2019 সালে এখানে ভোটে জিতেছিল বিজেপি ৷ কিন্তু এখন আর বিপদে সেই নেতাদের দেখা যায় না ৷ রানাঘাট, ঠাকুরনগরের মানুষকে নাগরিকত্ব ইস্যুতে ভুল বুঝিয়েছিল বিজেপি ৷ এবার তার জবাব দেবে মানুষ ৷"

আরও পড়ুন: মোদি আজ আছে কাল নেই, বিএসএফ-কে স্বাধীনভাবে কাজ করার বার্তা মমতার

রাজ্যের পাওনা অর্থ আদায়ে এদিন ফের 'দিল্লি চলো' ডাক শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ৷ তিনি এদিন জানিয়েছেন, পঞ্চায়েত ভোট শেষ হওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে দিল্লি অভিযানের ডাক দেবে তৃণমূল ৷ অভিষেকের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নানা প্রকল্পের মাধ্যমে মানুষের হাতে টাকা তুলে দিচ্ছে, আর কেরোসিন-পেট্রল-রান্নার গ্যাসের দাম বাড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকার সেই টাকা নিয়ে নিচ্ছে ৷ আধার কার্ডের ফাইনের নামে হাজার টাকা নিয়ে নিচ্ছে ৷ সাধারণ মানুষের টাকা নীরব মোদি, লোলিত মোদি, বিজয় মালিয়ারা বিজেপির মদতে বিদেশে নিয়ে পালাচ্ছে বলেও এদিন মন্তব্য করেন অভিষেক ৷

বিজেপি জেতা মানে উন্নয়ন ও পরিষেবার কাজ বিঘ্নিত হবে ৷ 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা বন্ধ রেখে ওরা সেটাই প্রমাণ করেছে বলে এদিন কটাক্ষ করেন অভিষেক ৷

Last Updated : Jun 27, 2023, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details