পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত অভিজিৎ - নদিয়া

গ্রেপ্তার হল অভিজিৎ পুণ্ডুরী। তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে সে মূল অভিযু্ক্ত।

ফাইল ফোটো

By

Published : Feb 18, 2019, 6:07 PM IST

নদিয়া, ১৮ ফেব্রুয়ারি : কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে মূল অভিযুক্ত অভিজিৎ পুণ্ডুরীকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আজ পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

৯ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় সরস্বতী পুজোর উদ্বোধন করতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে কৃষ্ণগঞ্জসহ গোটা নদিয়া জেলা। ঘটনার পরে এক প্রত্যক্ষদর্শী কৃষ্ণগঞ্জ থানায় স্থানীয় চার যুবকের নামে লিখিত অভিযোগ করেন। ১০ ফেব্রুয়ারি প্রত্যক্ষদর্শীর অভিযোগের ভিত্তিতে পুলিশ কার্তিক মণ্ডল ও সুজিত মণ্ডলকে গ্রেপ্তার করে। ১৫ ফেব্রুয়ারি ঘটনায় অভিযুক্ত কালীদাস মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়। তবে, পলাতক ছিল ঘটনায় মূল অভিযুক্ত অভিজিৎ পুণ্ডুরী।

সত্যজিৎ বিশ্বাস খুনে অভিযুক্ত অভিজিৎ পুণ্ডারী

আজ গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে অভিজিৎকে গ্রেপ্তার করে পুলিশ। আজই তাকে কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসা হচ্ছে। আগামীকাল তাকে রানাঘাট আদালতে তোলা হবে।

ABOUT THE AUTHOR

...view details