শান্তিপুর, 31 মে : BJP-কে সমর্থন করায় একাধিকবার হুমকি । অবশেষে ভয় দেখিয়ে BJP সমর্থককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় আটক দুই তৃণমূল কর্মী। অপহৃত যুবকের নাম রিজন পাল (২৩) । ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বয়রা গ্রামের ।
রিজনের বাবা রাম পাল বলেন, কাপড়ের ব্যবসা করার কারণে প্রতিদিন ভোরবেলা রিজনকে ঘুম থেকে উঠতে হয় । সেইমতো আজও ভোরবেলা উঠেছিল সে । এরপর তিনি ছেলেকে ঘরের বাইরে থেকে ডাকেন । কিন্তু রিজন সাড়াশব্দ দেয় না । ঘরের ভিতরে ঢুকে তিনি দেখেন ছেলে নেই। এরপরই রিজনকে খুঁজতে থাকে তার বাড়ির লোকজন । কিন্তু তাকে পাওয়া যায় না বলে জানান রিজনের বাবা । ঘটনার পর রিজনের বাড়িরিজনের র সামনে তার মোবাইল ফোন এবং পায়ের চটি পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন । এরপরই সন্দেহ দানা বাঁধে । দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও রিজনকে খুঁজে পাওয়া যায়নি ।
রিজনের বাবার অভিযোগ, ছেলে BJP করায় তৃণমূলের লোকজন অপহরণ করেছে । তিনি বলেন, "BJP-র ছেলেদের সঙ্গে আমার ছেলে ঘুরত। মোদি এসেছিল তখনও রিজন গেছিল । আমার প্রতিবেশী উদয় পাল কয়েকদিন আগে ছেলেকে বলে তুমি BJP করো ? তোমার এত বড় স্পর্ধা । তুমি জানো আমি কী করতে পারি ? ছেলে আমার বলেছিল দাদা আমি তো কিছু করিনি। মোদি এসেছিল শুধু দেখতে গেছি । উদয় বলে তোমার অসুবিধা হয়ে যাবে রিজন ।"