চাপড়া, 17 জুলাই : চাপড়ায় যুবককে গুলি করে খুনের অভিযোগ ৷ মৃতের নাম আশিক হালসোনা (19) ৷ পরিবারের অভিযোগ, তৃণমূল করার অপরাধে তাকে খুন করা হয়েছে ৷ নদিয়ার চাপড়া সীমান্তে রানাবন্ত এলাকার ঘটনা ।
স্থানীয়দের তরফ থেকে জানা গিয়েছে, গতকাল রাত থেকেই নিখোঁজ ছিল সে । এরপর আজ সকালে বাড়ির কাছে একটি নয়নজুলির পাশে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ । চাপড়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷