শান্তিপুর, 4 জুন : অসাবধানতাবশত কলপাড়ে স্নান করতে গিয়ে শৌচালয়ের কুয়োর স্লাব ভেঙে কুয়োতে পড়ে যায় এক মহিলা ।ঘটনাস্থলে দমকল কর্মীদের প্রচেষ্টায় উদ্ধার হন ওই মহিলা । ঘটনাটি শান্তিপুর পৌরসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকার ।
তেলিপাড়ার বাসিন্দা সৌমেন্দ্র প্রামাণিকের বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলা । জানা গিয়েছে, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ কলপাড়ে শৌচালয়ের কুয়োর স্লাবের উপর দাঁড়িয়ে স্নান করছিলেন তিনি । শরীরের ওজন বেশি থাকায় হঠাৎই অসাবধানতাবশত ওই মহিলা স্লাব ভেঙে গিয়ে কুয়োর মধ্যে পড়ে যান । চেঁচামেচি করতেই ছুটে আসে বাড়ির লোকজনসহ এলাকার মানুষ । ওই মহিলাকে কুয়ো থেকে তুলতে চেষ্টা করেন তাঁরা । প্রাথমিকভাবে চেষ্টা করেও ওই মহিলাকে তুলতে সক্ষম না হলে খবর দেওয়া হয় শান্তিপুর দমকল অফিস ও শান্তিপুর থানায় । দমকল কর্মীরা এসে ওই মহিলাকে দড়ি দিয়ে কুয়ো থেকে উদ্ধার করে ।