পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালিশ চাপা দিয়ে যুবতীকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে - নদিয়ার খবর

গতকাল এক যুবতীকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল নদিয়ার পলাশিপাড়া থানা এলাকায় । স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে যুবতীর পরিবার ।

a woman allegedly killed by her husband and in-law in nadia
বালিশ চাপা দিয়ে যুবতিকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে

By

Published : Jun 6, 2021, 4:09 PM IST

পলাশীপাড়া, 6 জুন : এক যুবতীকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশিপাড়া থানা এলাকায় । লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

উল্লেখ্য, নদিয়ার পলাশিপাড়া থানার লালদিঘি এলাকার বাসিন্দা পলাশ ঠাকুর । 16 বছর আগে ওই থানা এলাকার বাসিন্দা টিনা দাসের সঙ্গে তাঁর বিয়ে হয় । তাঁদের একটি পুত্র এবং একটি কন্যাসন্তান রয়েছে । টিনার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণ নিয়ে টিনার উপর অত্যাচার চালাত তাঁর স্বামী পলাশ ও তাঁর পরিবার । এর আগেও বেশ কয়েকবার অত্যাচার সহ্য করতে না পেরে বাপেরবাড়ি চলে আসেন টিনা । যেহেতু খুবই নিম্নবিত্ত পরিবারের মেয়ে টিনা সেই কারণে আবার তাঁকে বাধ্য হয়ে স্বামীর বাড়ি ফিরে যেতে হত ।

বালিশ চাপা দিয়ে যুবতিকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে

আরও পড়ুন : পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর

অভিযোগ দুদিন আগেও মারধর করে তাঁর কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয় । সেই কারণে বাপেরবাড়ির তরফে অনেকবার ফোন করলেও টিনার সঙ্গে কথা বলতে পারেনি । গতকাল সন্ধ্যায় টিনার বাবার বাড়িতে খবর যায় তাঁদের মেয়ে আত্মহত্যা করেছে । এরপর ওই যুবতীর বাপের বাড়ির লোকজনের সন্দেহ হয় । তাঁদের দাবি, টিনা আত্মহত্যা করেনি । বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে । আর এই খুনের পেছনে জড়িত তাঁর স্বামীসহ গোটা পরিবারের সদস্যরা । এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পলাশিপাড়া থানায় । খুনের লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details