ধুবুলিয়া, 14 অক্টোবর : শ্লীলতাহানির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ নদিয়ার ধুবুলিয়ার তাতলা 1 নম্বর এলাকার ঘটনা ৷ মৃতের নাম দুলাল বৈদ্য (42) ৷ বাড়ি তাতলার নেতাজি ক্লাব এলাকায় ৷ তিনি জেলার বাইরে ওয়েল্ডিংয়ের কাজ করতেন ৷
বৃহস্পতিবার তাতলা বারোয়ারি পুজো কমিটির পক্ষ থেকে এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব সামলাচ্ছিলেন দুলাল বৈদ্য ৷ অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন পলতা গ্রামের কয়েকজন যুবক মহিলাদের সঙ্গে অশালীন আচরণ শুরু করে ৷ এই ঘটনার প্রতিবাদ করায় দুলালবাবুকে মারধর করা হয় বলে অভিযোগ ৷