পশ্চিমবঙ্গ

west bengal

কৃষ্ণগঞ্জে ধৃত এক অসাধু চা ব্যবসায়ী

By

Published : Mar 16, 2021, 3:36 PM IST

বাজার থেকে গুঁড়ো চা কিনে নামি কোম্পানির ব্র্যান্ডের পাউচে ভরে সে বাজারে বিক্রি করত ধৃত ব্যবসায়ী। কৃষ্ণনগর থেকে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম সোমবার প্রদীপ ঘোষের বাড়িতে হানা দেয় । সেখান থেকে পুলিশ প্যাকেট ভর্তি গুঁড়ো চা, নামি কোম্পানির ব্র্যান্ডের পাউচ এবং বেশ কিছু মেশিনপত্র উদ্ধার করে ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নদিয়া , 16 মার্চ : গোপন সূত্রে খবর পেয়ে এক অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রতিনিধিদল । অসাধু ওই ব্যবসায়ীর নাম প্রদীপ ঘোষ । ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ এলাকায় ।

প্রদীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, বাজার থেকে গুঁড়ো চা কিনে নামি কোম্পানির ব্র্যান্ডের পাউচে ভরে সে বাজারে বিক্রি করত । কৃষ্ণনগর থেকে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম সোমবার প্রদীপ ঘোষের বাড়িতে হানা দেয় । সেখান থেকে পুলিশ প্যাকেট ভর্তি গুঁড়ো চা, নামি কোম্পানির ব্র্যান্ডের পাউচ এবং বেশ কিছু মেশিনপত্র উদ্ধার করে । এরপরই প্রদীপ ঘোষকে গ্রেফতার করে পুলিশ ।

কৃষ্ণগঞ্জে ধৃত এক অসাধু চা ব্যবসায়ী

আরও পড়ুন:অগ্নিনির্বাপণ পরিকাঠামো পরিদর্শনে দমকল বিভাগ

জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একজন কর্তা জানিয়েছেন,"গোপন সূত্রে খবর পেয়ে আমরা প্রদীপ ঘোষ নামে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দিই । বাজার থেকে গুঁড়ো চা কিনে নামি কোম্পানির ব্র্যান্ডের পাউচে ভরে গত তিন মাস ধরে সেই চা বাজারে বিক্রি করছিল প্রদীপ ঘোষ । সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয় । তার কারখানা থেকে প্রায় ১০০ কেজি গুঁড়ো চা, নামি কোম্পানির ব্র্যান্ডের পাউচ, কিছু মেশিনপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ।" কার সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details