পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার নদিয়ায়, গ্রেফতার তিন - নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার নদিয়ায়

মুক্তিপণ না দেওয়ায় যুবকের পেট কেটে কিডনি বের করে হত্যার অভিযোগ উঠল ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, 24 মার্চ থেকে তিনি নিরুদ্দেশ ছিলেন ৷ এরপরই তাঁর জন্য 30 লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে পরিবারের কাছে । অভিযোগ, থানায় বিষয়টি জানানো হলেও পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে ৷ কয়েকদিন পর ধুবুলিয়া থানার কাছে লজ ও নার্সিংহোমের মধ্যবর্তী এলাকা থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Mar 28, 2021, 2:10 PM IST

Updated : Mar 28, 2021, 2:27 PM IST

নদিয়া, 28 মার্চ : মুক্তিপণ না দেওয়ায় যুবকের পেট কেটে কিডনি বের করে হত্যার অভিযোগ উঠল ৷ মৃতের নাম সৌরভ কীর্তনীয়া (22) ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে । নদিয়ার ধুবুলিয়া থানা এলাকার ঘটনা ।

যুবকের বাড়ি তেহট্ট থানার বেতাই করুইগাছি গ্রামে ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, 24 মার্চ থেকে তিনি নিরুদ্দেশ ছিলেন ৷ এরপরই তাঁর জন্য 30 লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে পরিবারের কাছে । অভিযোগ, থানায় বিষয়টি জানানো হলেও পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে ৷ কয়েকদিন পর ধুবুলিয়া থানার কাছে লজ ও নার্সিংহোমের মধ্যবর্তী এলাকা থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় । তাঁর শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ পেটের দিকে কাটা চিহ্ন রয়েছে । পরিবারের দাবি, মুক্তিপণ না দেওয়ায় ওই যুবকের পেট কেটে কিডনি বার করে নেওয়া হয়েছে ৷ দেহটি বর্তমানে ধুবুলিয়া থানায় আছে ৷

নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার নদিয়ায়, কী চাইছেন পরিবারের লোকেরা, শুনে নিন

পরিবারের অভিযোগ, সমস্ত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে জেলা প্রশাসন । তিনজনকে গ্রেফতার করা হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে । নিরুদ্দেশের পর পুলিশ অভিযোগ না নেওয়ায় মৃতদেহ নিয়ে গতকাল রাতে বেশ কিছুক্ষণ থানার সামনে বিক্ষোভ দেখান এলাকার মানুষ । তাঁদের অভিযোগ, পুলিশ আগে থেকে সক্রিয় হলে সৌরভকে খুন হতে হত না ৷

Last Updated : Mar 28, 2021, 2:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details