নাকাশিপাড়া, ৬ এপ্রিল : আজ সকালে নাকাশিপাড়ার সরডাঙা গ্রামে একটি ঝোপ থেকে উদ্ধার হল এক BJP কর্মীর ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম হৃদয় রাজওয়ার (৩৫)। গতরাত থেকে নিখোঁজ ছিলেন হৃদয়বাবু। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।
নাকাশিপাড়া থেকে উদ্ধার BJP কর্মীর ক্ষতবিক্ষত দেহ - tmc
এক BJP কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার নদিয়ার নাকাশিপাড়ায়।
![নাকাশিপাড়া থেকে উদ্ধার BJP কর্মীর ক্ষতবিক্ষত দেহ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2922716-thumbnail-3x2-bjp.jpg)
পেশায় দিনমজুর ছিলেন হৃদয়বাবু। গতকাল সন্ধ্যায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকাল 10টা নাগাদ ঝোপের ভিতর তাঁর ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর তারা পুলিশে খবর দেন। ঘটনাস্থানে যায় নাকাশিপাড়া থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
আজ দুপুরে হৃদয়বাবুর বাড়িতে যান BJP-র নদিয়া উত্তরের সভাপতি মহাদেব সরকার, প্রার্থী কল্যাণ চৌবে সহ একাধিক BJP নেতা কর্মী। গত পঞ্চায়েত নির্বাচনে সরডাঙা গ্রাম সহ নাকাশিপাড়া পঞ্চায়েত এলাকায় BJP ভাল ফল করে। BJP নেতৃত্বর অভিযোগ, লোকসভা ভোটে এলাকার মানুষকে ভয় দেখিয়ে ঘরবন্দি করে রাখার জন্য তৃণমূলের দুষ্কৃতীরা হৃদয়বাবুকে খুন করেছে। অন্যদিকে, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।