পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রেনের সিটের তলায় উদ্ধার একমাসের শিশুকন্যা

ট্রেনের সিটের তলায় উদ্ধার একরত্তি শিশু । রেলপুলিশের সহযোগিতায় চাইল্ড লাইন প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় ।

ট্রেনের সিটের তলায় উদ্ধার একমাসের শিশুকন্যা
ট্রেনের সিটের তলায় উদ্ধার একমাসের শিশুকন্যা

By

Published : Mar 13, 2021, 5:09 PM IST

শান্তিপুর, 13 মার্চ : ট্রেনের সিটের তলা থেকে মাস খানেক বয়সের শিশু উদ্ধার । গতরাতে শিয়ালদা শান্তিপুরগামী ট্রেনে শিশুটি উদ্ধার হয় । এক মহিলা যাত্রী শিশুটিকে উদ্ধার করে রেল পুলিশের হাতে তুলে দেয় । তদন্তে নেমেছে রেল পুলিশ ।

আরও পড়ুন : চাকরির খোঁজে বাড়ি পালানো ৫ শিশু উদ্ধার গুয়াহাটিতে

গতরাতে কালীনারায়ণপুর স্টেশনে শিয়ালদা শান্তিপুরগামী ট্রেন থামলে যাত্রীরা নামতে শুরু করে । সেই সময় এক মহিলার চোখে পড়ে সিটের তলায় পড়ে থাকা শিশুকন্যা । উদ্ধার করে শান্তিপুর রেলপুলিশের অফিসে নিয়ে যান । সেখান থেকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

শিশু উদ্ধার করলেন সুমিত্রা সরকার, দেখুন ভিডিয়ো...

খবর দেওয়া হয় চাইল্ড লাইনে । শিশুটির বয়স আনুমানিক 1 মাস । পরে চাইল্ড লাইনের প্রতিনিধিদের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয় বলে জানিয়েছে রেল পুলিশ । উদ্ধারকারী ওই মহিলা যাত্রীর নাম সুমিত্রা সরকার । শান্তিপুর পাবনা কলোনি এলাকার বাসিন্দা । শিশুটিকে কে বা কারা ফেলে গেছে তার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details