নদিয়া, 8 অগাস্ট : নদিয়ায় নতুন করে কোরোনা আক্রান্ত পাঁচ BSF জওয়ান এবং চার পুলিশ কর্মী সহ মোট 72 জন । জেলা স্বাস্থ্যদপ্তর পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1219।
লকডাউনের পাঁচ মাস অতিক্রান্ত করলেও কোরোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে । অন্যান্য জেলার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । এই পরিস্থিতিতে সরকার কোরোনা সংক্রমণ মোকাবিলায় নতুন করে লকডাউন দিন ঘোষণা করেছে ।
জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে নদিয়া জেলায় 72 জন কোরোনা সংক্রমিত । তাঁদের মধ্যে নদিয়ার চাপড়া থানার দুই সাব- ইন্সপেক্টর এবং দুই পুলিশকর্মী রয়েছেন । স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট আসার পরেই তাঁদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে । যাঁরা ওই পুলিশকর্মীদের সংস্পর্শে এসেছিলেন তাঁদের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি চাপড়া সীমান্তবর্তী এলাকায় কর্মরত পাঁচজন BSF জওয়ান কোরোনা পজ়িটিভ ।
এই পাঁচজনের সংস্পর্শে যাঁরা এসেছিলেন ইতিমধ্যেই তাঁদের চিহ্নিত করে নমুনা সংগ্রহ করা হচ্ছে । এই নিয়ে নদিয়া জেলায় মোট করোনা সংক্রমনের হার বেড়ে দাঁড়াল 1219।