শান্তিপুর, 7 জুলাই : শান্তিপুরে তৃণমূল ও CPI(M) ছেড়ে BJP-তে যোগ দিলেন 500-র বেশি কর্মী-সমর্থক । আজ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP সাংসদ জগন্নাথ সরকার ।
আজ শান্তিপুর শহর মজদুর সেলের তিন নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে একটি যোগদান সমাবেশের আয়োজন করা হয় । সেখানে ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ জেলার মজদুর সেলের নেতারা ।
জগন্নাথ সরকার বলেন, "এই প্রথম নয় । ধারাবাহিকভাবে প্রতিদিন রাজ্যের শাসক দল সহ অন্য রাজনৈতিক দল থেকে BJP-তে যোগদান চলছে । আমরা সকলকেই দলে স্বাগত জানাচ্ছি । রাজ্যে শাসকদলের যেভাবে দুর্নীতি চলছে মানুষের কাছে তা প্রকাশ পেয়েছে । সেই কারণেই শাসক দল ছেড়ে সকলেই BJP-তে যোগদান করছে ।'
আজকের সভা থেকে অন্য রাজনৈতিক দলের মজদুর ইউনিয়নের নেতা সহ প্রায় কয়েক হাজার কর্মী BJP-তে যোগদান করেন ।