পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শান্তিপুরে BJP-তে যোগ 500-র বেশি কর্মীর - তৃণমূল থেকে BJP-তে যোগ

BJP-তে যোগ দিলেন তৃণমূল কংগ্রেস সহ একাধিক দলের কর্মী । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP সাংসদ ৷

500 supporters joined into BJP at shantipur
শান্তিপুরে BJP-তে যোগ 500 কর্মীর

By

Published : Sep 3, 2020, 11:08 AM IST

শান্তিপুর, 3 সেপ্টেম্বর : শান্তিপুরে BJP-তে যোগ দিলেন তৃণমূল কংগ্রেস সহ অন্য রাজনৈতিক দলের কর্মীরা । 500-র বেশি কর্মী গতকাল BJP-তে যোগ দেন ৷

রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ৷ BJP-তে যোগ দিয়ে কর্মীরা বলেন, "দলে মর্যাদার অভাব হচ্ছিল ৷ উন্নয়ন নেই তেমন ৷ আমাদের অভাব অভিযোগ নেতারা শোনে না ৷ ভোট পাওয়ার জন্য বিভিন্ন কাজের আশ্বাস দিয়ে থাকলেও পরে সেই কাজ আর হয় না ৷"

জগন্নাথ সরকার বলেন, "আমফান ঝড় যেমন ছোটো থেকে বড় গাছপালা উপড়ে ফেলে দিয়েছে ঠিক তেমনই নদিয়া দক্ষিণে আমফান ঝড়ের থেকেও BJP-র বড় ঝড় বইছে ৷ তাই প্রতিদিন কয়েকশো কর্মী অন্য দল থেকে আমাদের দলে যোগ দিচ্ছে ৷ দলে যোগদানকারী নতুন কর্মীদের মধ্যে বেশিরভাগই তৃণমূল কংগ্রেস থেকে এসেছে ৷ মূলত শান্তিপুর বিধানসভারই বাসিন্দা এরা ৷ আনুমানিক 2 হাজার কর্মী BJP-তে যোগদান করেছে ৷"

দল পরিবর্তনের বিষয়ে তৃণমূল নেতা অজয় দে বলেন, "সাংগঠনিক সভা অনুষ্ঠানের গৃহে 2 হাজার লোক ধরবে কি না সন্দেহ রয়েছে ৷ যদিও যোগদানকারীরা কেউই আমাদের লোক নয় ৷ BJP আমাদের দলের গোষ্ঠী কোন্দল নিয়ে মত পোষণ করলেও তা সবটাই ষড়যন্ত্র ৷"

ABOUT THE AUTHOR

...view details