পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাকদহে তৃণমূলে যোগ দিলেন কিষান মোর্চার নেতা-সহ 500 বিজেপি কর্মী - ranaghat

500 দলীয় কর্মীকে নিয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির কিষান মোর্চার সহ-সম্পাদক ৷ বিজেপিতে বড়সড় ভাঙন নদিয়ায় ৷

তৃণমূলে যোগদান
তৃণমূলে যোগদান

By

Published : Jul 23, 2021, 2:03 PM IST

রানাঘাট, 23 জুলাই : বিজেপিতে বড় ভাঙন নদিয়ায় ৷ প্রায় 500 কর্মী নিয়ে বুধবার রাতে তৃণমূলে যোগদান করলেন কিষান মোর্চার সহ-সম্পাদক কৌশিক সাহা । দীর্ঘদিন ধরে বিজেপিতে থেকেও দলে বৈষম্যের শিকার হয়েছিলেন, তাই বাধ্য হয়ে রানাঘাট দক্ষিণ জেলা যুব তৃণমূলের সভাপতির হাত ধরে তৃণমূলে যোগদান করলেন বলে জানান এই বিজেপি নেতা । 500 কর্মী দল ছেড়ে দেওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিজেপি ৷

তৃণমূলে যোগ দিয়ে কৌশিক সাহা বলেন, ‘‘আমরা বিজেপির পুরনো কর্মী । দীর্ঘদিন ধরে শাসকদলের বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে আমরা আজ এই জায়গায় নিয়ে এসেছি । কিন্তু নির্বাচনের আগে দেখা গিয়েছে কিছু সিপিআইএম থেকে আসা নেতৃত্ব নির্বাচনে টিকিট পেয়েছেন । আর আমরা যাঁরা পুরনো কর্মী তাঁদের মর্যাদা দেওয়া হয়নি । বর্তমানে দলে আমাদের কোনও জায়গা নেই । সেই কারণেই উন্নয়নে সামিল হতে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি ।’’

কিষান মোর্চার নেতা-সহ 500 বিজেপি কর্মী

এ বিষয়ে রানাঘাট দক্ষিণ জেলা যুব তৃণমূল সভাপতি যিশু সিংহ বলেন, "দীর্ঘদিন ধরেই চাকদহ পৌরসভার একাধিক এলাকার বিজেপি কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কাজ করতে চান বলে যোগাযোগ রাখছিলেন । সেই মতো অঙ্গীকারবদ্ধ হয়ে প্রায় 500 জন বিজেপি কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।"

আরও পড়ুন :Mamata Banerjee : সোমবার দিল্লি যাচ্ছেন মমতা, বিরোধী জোটের জন্য কতটা জমি প্রস্তুত করতে পারবেন ?

ABOUT THE AUTHOR

...view details