চাকদা, 28 জুলাই : উচ্চ মাধ্যমিকের রেজাল্ট না আশায় স্কুলের বিল্ডিং-এর ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার হুমকি 5 ছাত্রের। নদিয়ার চাকদা থানার মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ের ঘটনা। ছাত্রদের দাবি, তারা এবারের উচ্চ মাধ্যমিক রেজাল্ট পায়নি।
এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও ছাত্ররা কোনও প্রতিক্রিয়া পায়নি। অবশেষে নিরুপায় হয়ে স্কুলের ছাদের উপর থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেয় 5 ছাত্র।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার পুলিশ। অবশেষে পুলিশের তত্ত্বাবধানে এবং আশ্বাসে তারা স্কুলের ছাদ থেকে নিচে নেমে আসে।
আত্মহত্যার হুমকি 5 ছাত্রের আরও পড়ুন :জ্বলল টায়ার, ছাত্র বিক্ষোভে উত্তপ্ত মুর্শিদাবাদ
তাদের দাবি, অবিলম্বে স্কুল কর্তৃপক্ষকে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে তাদের রেজাল্টের ব্যবস্থা করতে হবে। স্কুল কর্তৃপক্ষের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে যে ফর্ম ফিলাপ করতে হয়, সেই ফর্ম ফিলাপ করেনি তারা। যার কারণে স্বাভাবিকভাবেই তাদের রেজাল্ট আসেনি। যদিও গোটা বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে চাকদা থানার পুলিশ ।