নাকাশিপাড়া, 28 অক্টোবর: সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ দশ চাকার লরি এবং মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল পাঁচজনের । যার মধ্যে রয়েছে এক মহিলা ও দুই শিশু-সহ দুই যুবকের । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার 34 নম্বর জাতীয় সড়কে(5 Spot Death in a Road Accident in Nakashipara)।
জানা গিয়েছে, নাকাশিপাড়া থানার 34 নম্বর জাতীয় সড়কের টোল প্লাজা থেকে কিছুটা দূরে একটি মারুতি আসছিল ৷ তখনই উলটো দিক থেকে যাচ্ছিল একটি 10 চাকার লরি । দুটি গাড়িরই গতিবেগ বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সামনাসামনি ধাক্কা মারে । লরির তলায় পড়ে কার্যত পিষে যায় ওই মারুতিটি । এমনকি এভাবে বেশ কিছুটা রাস্তা মারুতিটিকে টেনে নিয়ে যায় লরিটি ৷ যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় মারুতিতে থাকা পাঁচজনের ৷
আরও পড়ুন :ফোঁটা নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ভাইয়ের