নবদ্বীপ, 28 এপ্রিল : নবদ্বীপ মহাশ্মশানে মৃতদেহ দাহ করে ফেরার পথে দাঁড়িয়ে থাকা লরির পেছনে গাড়ির ধাক্কা । মৃত্যু হল পাঁচজনের । দুর্ঘটনাটি নদিয়ার নবদ্বীপের।
শ্মশান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত 5 - road accident
শ্মশান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের। দুর্ঘটনাটি নদিয়ার নবদ্বীপের।
নবদ্বীপের ভালুকার বাসিন্দা প্রভাত বিশ্বাস, পবিত্র বিশ্বাসরা তাঁদের আত্মীয়র মৃতদেহ নবদ্বীপ মহাশ্মশানে দাহ করতে যান । আজ ভোরবেলা ফেরার পথে ভালুকা বাজারের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে তাঁদের গাড়িটি ধাক্কা মারে ।
আহতদের নবদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে গাড়ির খালাসিও রয়েছেন । মৃতদের নাম প্রভাত বিশ্বাস, পবিত্র বিশ্বাস, নীলমণি সরকার, সংগীতা বিশ্বাস । তবে খালাসির নাম এখনও পর্যন্ত জানা যায়নি।