রানাঘাট, 1 ফেব্রুয়ারি : টাকার লোভে আটবছরের শিশুকে অপহরণ ও খুনের ঘটনায় সাজা পেল অপরাধীরা ৷ চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে রানাঘাট আদালত ৷ তাদের মধ্যে রয়েছে দু'জন মহিলা ৷ প্রায় আটবছর আগে নদিয়ার হাঁসখালির গাড়াপোতার বাসিন্দা মিলন বিশ্বাসের ছেলেকে অপহরণ করে খুন করে দুষ্কৃতীরা (Hanskhali Murder) ৷
ঘটনাটি 2014 সালের ৷ সেবছর 4 অগাস্ট গাড়াপোতার বাসিন্দা মিলন বিশ্বাসের আটবছরের সন্তান রজত বিশ্বাসকে অপহরণ করা হয় ৷ এরপর মুক্তিপণ হিসেবে মিলনবাবুর কাছে 10 লাখ টাকা চাওয়া হয় ৷ শিশুটির বাবা পুলিশের দ্বারস্থ হলে ভয় পেয়ে যায় অপহরণকারীরা ৷ প্রমাণ লোপাটের জন্য শিশুটিকে খুন করে স্থানীয় একটি পাটবাগানের মধ্যে ফেলে দেয় ৷ অপহরণের তিনদিন পর ওই পাটবাগান থেকে শিশুটির পচাগলা দেহ উদ্ধার করে হাঁসখালি থানার পুলিশ ৷