পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পারিবারিক বিবাদ, প্রতিবাদ করায় আক্রান্ত একই পরিবারের তিন - প্রতিবাদ করায় আক্রান্ত একই পরিবারের তিন

আজ সকাল 10 টা নাগাদ ফুলিয়ার অঞ্চলে তাঁতের কার্ড জমা দিতে গেলে সেখান থেকে অসিত দাসকে বেশ কিছু যুবক ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ।

clash over domestic issue
clash over domestic issue

By

Published : Jan 9, 2021, 9:54 PM IST

শান্তিপুর, 9 জানুয়ারি : প্রতিবেশীর বাড়িতে তাণ্ডব বহিরাগতদের । প্রতিবাদ করায় গুরুতর জখম একই পরিবারের তিনজন । শান্তিপুর ব্লকের ফুলিয়া বেলেমাঠ এলাকার ঘটনা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলিয়া বেলেমাঠ এলাকার পেশায় রাজমিস্ত্রি অসিত দাসের বাড়ির পিছনে একটি বাড়িতে গতরাতে বাইরের কিছু ছেলেরা এসে ঝামেলা করতে থাকে । প্রতিবাদ করেন অসিত দাস । এরপরেই আজ সকাল 10 টা নাগাদ ফুলিয়ার অঞ্চলে তাঁতের কার্ড জমা দিতে গেলে সেখান থেকে অসিত দাসকে বেশ কিছু যুবক ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ।

আরও পড়ুন : জমি বিবাদকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর নদিয়ার শান্তিপুরে

এছাড়াও মারধর করা হয় অসিত দাসের স্ত্রী ও দুই ছেলেকেও । পুরো ঘটনা জানিয়ে আজ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অসিত দাস ও তাঁর স্ত্রী ।

ABOUT THE AUTHOR

...view details