পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

3 বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার ধানতলায় - নদিয়ার ধানতলায় বাংলাদেশি গ্রেফতার

3 বাংলাদেশি কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকে ৷ বাংলাদেশের রাজাপুরের ওই 3 বাসিন্দা পুলিশের জালে ধরা পড়েছে ৷

3 বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার ধানতলায়
3 বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার ধানতলায়

By

Published : Mar 29, 2021, 12:05 PM IST

ধানতলা (নদিয়া), 29 মার্চ : কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে ঢুকল তিন বাংলাদেশি ৷ গতকাল নদিয়ার দত্তপুলিয়া এলাকা থেকে ওই তিন বাংলাদেশিকে গ্রেফতার করল ধানতলার থানার পুলিশ ৷ ধৃতদের নাম সইফুল শেখ, আব্দুর রহিম হওলাদার, মহম্মদ কবীর হাওলাদার ৷

অনুপ্রবেশকারীদের নিয়ে কী বললেন পুলিশ আধিকারিক ৷ দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : 8 বাংলাদেশি অনুপ্রবেশকারী মেখলিগঞ্জে গ্রেফতার

পুলিশ জানায়, দত্তপুলিয়া এলকায় 3 জনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায় ৷ পুলিশ জিজ্ঞাসাবাদ করায় তাঁদের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে ৷ তাঁদের বাড়ি বাংলাদেশের রাজাপুরে ৷ কিভাবে বিএসএফের নজরদারি এড়িয়ে তাঁরা বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছেন তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আজ ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে ৷ ভোটের আগের কি উদ্দেশ্যে এদেশে এসেছেন এবং এদেশে ঢোকার পেছনে কারা কারা জড়িত তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ যদিও ধৃতদের কাছ থেকে আপত্তিজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details