কৃষ্ণগঞ্জ (নদিয়া), 17 ডিসেম্বর: কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকায় শনিবার রাতে বিএসএফের গুলিতে 2 পাচারকারীর মৃত্যু হয়। সূত্রের খবর, গতকাল রাত 12টা নাগাদ বাংলাদেশ থেকে 2 পাচারকারী কাঁটাতার কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে বিএসএফ তা রোখার চেষ্টা করে। বিএসএফের কথায় কোনও কর্ণপাত না-করে বিএসএফের উপর হামলা করার চেষ্টা করে পাচারকারীরা বলে বিএসএফ সূত্রের খবর ৷ বিএসএফ নিজেদের প্রাণ রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বলে, বর্ডার সিকিউরিটি ফোর্সে সূত্রে জানা গিয়েছে। বিএসএফ গুলিতে মৃত্যু হয় 2 পাচারকারীর।
পাচারকারীদের কাছ থেকে কাঁটাতার কাটার অস্ত্র, টর্চ লাইট ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বিএসএফের 32 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। এরপর কৃষ্ণগঞ্জ থানায় খবর দিলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের পক্ষ থেকে 2 পাচার পাচারকারীর মৃতদেহ নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে । কর্তব্যরত চিকিৎসক 2 পাচারকারীকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ দু'টি নিয়ে আসা হয় কৃষ্ণগঞ্জ থানায়। আজ, রবিবার, ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে পুলিশ প্রশাসন সূত্রে ।