নাকাশিপাড়া (নদিয়া), 28 জানুয়ারি: বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ নদিয়ার নাকাশিপাড়ার এই ঘটনায় 2 জনের মৃত্যু ৷ এক যবুক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে নাকাশিপাড়ার যুগপুর উড়ালপুলে ওঠার সময় একটি লরি পিছন থেকে বাইকে ধাক্কা মারে (Lorry Hits Bike from Behind in Nadia) ৷ ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয় ৷ চালক-সহ ঘাতক লরি পলাতক ৷ নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
জানা গিয়েছে, একটি বিয়ে বাড়িতে প্যান্ডেল বাঁধার কাজে গিয়েছিলেন নাকাশিপাড়ার যুগপুরের বাসিন্দা বছর 63’র নিরঞ্জন দাস এবং তাঁর ছেলে সুব্রত দাস ৷ সঙ্গে তাঁদের বাড়ির পাশে থাকা রাজীব (45) নামে এক ফুচকাওয়ালা সেই বিয়ে বাড়িতে বরাত নিয়ে গিয়েছিলেন ৷ শুক্রবার গভীর রাতে বিয়ে বাড়ির কাজ সেরে একই বাইকে ফিরছিলেন তিনজন ৷ যুগপুর উড়ালপুলে ওঠার সময় একটি লরি পিছন থেকে তাঁদের ধাক্কা মারে ৷