হাঁসখালি, 10 এপ্রিল : জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নাবালিকাকে ধর্ষণ ৷ পরে অতিরিক্ত রক্তপাতের ফলে ওই নাবালিকার মৃত্যু ও প্রমাণ লোপাটের জন্য পরিবারকে হুমকি দিয়ে দেহ দাহ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে (Hanskhali Rape) ৷ অভিযুক্ত ওই যুবক তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি নদিয়ার হাঁসখালি থানা এলাকায় ৷
জানা গিয়েছে, গত 5 তারিখে ওই গ্রামের তৃণমূল পঞ্চায়েতের সদস্য সমর গোয়ালীর ছেলে ব্রজ গোয়ালীর জন্মদিন ছিল । সেই কারণেই সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়ে আসে বছর 14 বছরের ওই নাবালিকা । অনুষ্ঠানের পর এক মহিলা ওই নাবালিকাকে বাড়িতে পৌঁছে দেয় । বাড়িতে এসে মেয়েটি শারীরিক অসুস্থতার কথা জানায় । অভিযোগ ওই মহিলা হুমকি দেয়, এ বিষয়ে অন্য কাউকে কিছু জানালে কিংবা সরকারি হাসপাতালে গেলে ছেড়ে দেওয়া হবে না ।
এরপর ভোরের দিকে নির্যাতিতার তীব্র যন্ত্রণা শুরু হয় এবং গোপনাঙ্গ থেকে রক্তপাত ঘটতে থাকে । নাবালিকার পরিবারের লোকজন তাকে স্থানীয় একটি ডাক্তারের কাছে নিয়ে যান । এরপর রবিবার সকালে ওই নাবালিকার মৃত্যু হয় । অভিযোগ এই ঘটনা জানাজানি হতে ওই এলাকায় তৃণমূলের কিছু প্রভাবশালী লোকজন এসে স্থানীয় একটি শ্মশানে তড়িঘড়ি নাবালিকা মেয়েটির দাহ করে দেয় । এমনকী প্রমাণ লোপাটের জন্য় চিতায় জল ঢেলে পরিষ্কার করে দেওয়া হয় দেহের ছাইও ৷
আরও পড়ুন :Ranaghat Rape Case : ধর্ষণ করে খুনের অপরাধে দোষীদের যাবজ্জীবন কারাদন্ড রানাঘাট আদালতের
ভয়ে প্রথমে কিছু না জানাতে চাইলেও পরিবারের তরফ থেকে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় হাঁসখালি থানায় । তারপরই ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ অভিযোগের ভিত্তিতে তৃণমূল পঞ্চায়েতের সদস্যর ছেলে ব্রজ গোয়ালীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ ।