পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নদিয়ায় কোরোনায় আক্রান্ত আরও 13 - নদিয়ার খবর

নদিয়ায় নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 13 জন । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 241 ।

nadia
nadia

By

Published : Jun 20, 2020, 9:16 PM IST

নদিয়া, 20 জুন : নদিয়ায় নতুন করে কোরোনা আক্রান্ত হলেন 13 জন । স্বাস্থ্যবিভাগ প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 241 ।


নদিয়ায় প্রতিদিন বাড়ছে কোরোনা সংক্রমণের হার । বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা । মূলত পরিযায়ী শ্রমিকরা জেলায় ফেরার পর আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে । আজ জেলা স্বাস্থ্যবিভাগের তরফে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হয় । জানা যায় নতুন করে আরও 13 জন কোরোনা আক্রান্ত হয়েছেন ।

আজ রিপোর্ট আসার আগে পর্যন্ত নদিয়ায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 228 । নতুন সংক্রমণের ফলে মোট আক্রান্ত সংখ্যা হল 241 । আক্রান্তদের মধ্যে রানাঘাটের ছয়জন, কালিগঞ্জের তিনজন, তেহট্টের দুইজন এবং হাঁসখালির একজন বাসিন্দা রয়েছেন ।

জেলা স্বাস্থ্যবিভাগ এবং স্থানীয় প্রশাসনের বক্তব্য, পরিযায়ী শ্রমিকরা জেলায় ফেরার পর সংক্রমণ বেড়েছে । নতুন আক্রান্তরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক । কয়েকদিন আগে অন্য রাজ্য থেকে ফিরেছেন । জেলায় ফেরার পর তাঁদের সোয়াব পরীক্ষা করা হয়েছিল ।

13 জন ব্যক্তি নদিয়া কল্যাণী কার্নিভাল COVID-19 হাসপাতালে ভরতি । 13 জনের পরিবারের সদস্যদের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে । পাশাপাশি যাঁরা এই 13 জনের সংস্পর্শে এসেছিলেন তাঁদের চিহ্নিত করে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে বলে জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর ।

ABOUT THE AUTHOR

...view details