হাঁসখালি, 19 জুন : হুঁশিয়ারিই সার । দুর্নীতি ও তোলাবাজি রুখতে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী । কিন্তু, কে শোনে কার কথা ! দলের নেতা, কর্মীরাই যে তাঁকে বুড়ো আঙুল দেখাচ্ছেন ।
আজ পাট ক্ষেত থেকে উদ্ধার হল সরকারি লেবেল লাগানো 12 বস্তা বাদাম । জানা গেছে, ওই বাদাম তৃণমূল নেতার গোডাউনে রাখা হয়েছিল । পরে তা পাট ক্ষেতে নিয়ে আসা হয় । ঘটনাটি নদিয়ার হাঁসখালির গাজনা পঞ্চায়েত এলাকার । মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ।
অভিযোগ, পঞ্চায়েতে আসা বিকল্প চাষের বীজ বা বাদামগুলি বিলি না করে বাজারে বিক্রি করার চেষ্টা করছিলেন তৃণমূল নেতারা । পাট ক্ষেতের ভিতরে 12 বস্তা বাদাম এক জায়গায় রাখা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা । স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতে সরকারি কিছু জিনিস এলেই তা সাধারণের মধ্যে বিলি না করে অন্যত্র বিক্রি করে দেন তৃণমূল নেতারা । স্থানীয় দু'জন তৃণমূল নেতা সুরেন্দু ঘোষ, মহিবুল মণ্ডলের গোডাউনে সেই সব সামগ্রী মজুত করে রাখা হয় ।