নদিয়া, 21 অক্টোবর : জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত নদিয়ার শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতের মথুরাপুর এলাকা ৷ ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর চড়াও হয় দু’পক্ষ ৷ অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় 10 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ জমিতে চাষ করা নিয়ে এই বিবাদ শুরু হয় বলে জানা গিয়েছে ৷
শান্তিপুরে জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষ, আহত 10 - শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল
গুরুতর আহত অবস্থায় তাঁদের দ্রুত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ দু’জনের অবস্থা অবনতি হলে তাঁদের চিকিৎসার জন্য় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় ৷
বুধবার সকালে মথুরাপুর ঘোষ পাড়ার বাসিন্দা সঞ্জয় ঘোষের দাবি, তিনি প্রায় এক বিঘা জমি কিনে দীর্ঘদিন চাষ করে আসছেন ৷ ওই জমিটি তাঁর নামে রয়েছে ৷ তিনি অভিযোগ করেন, আজ সকালে জমিতে চাষ করতে গেলে প্রতিবেশী সুজয় ঘোষ তাঁকে বাধা দেন ৷ এরপরই দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় ৷ যা হাতাহাতি পর্যন্ত গড়ায় ৷ শেষে দুই তরফেই ধারালো অস্ত্র নিয়ে একে অন্য়ের উপর চড়াও হয় ৷ চিৎকার শুনে ঘটনাস্থানে আসেন এলাকার অন্য় বাসিন্দারা ৷ তাঁরাই দু’পক্ষকে নিরস্ত্র করে পরিস্থিতি সামাল দেন ৷ গুরুতর আহত হয়েছে 10 জন । তাঁদের দ্রুত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ বাকিদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালেই চিকিৎসা চলছে ৷
সুজয়ের দাবি, তিনি ওই জমি কিনে নিয়েছেন দীর্ঘদিন আগেই ৷ এই জমির মালিকানা নিয়ে একাধিকবার গ্রামে সালিশিসভা বসেছিল বলে জানা গিয়েছে ৷ সেখানে সিদ্ধান্ত হয়েছিল, যতক্ষণ না জমি নিয়ে কোনও স্থায়ী মীমাংসা হচ্ছে ততদিন কেউ ওই জমিতে কোনও চাষ করবে না ৷ তাঁর অভিযোগ, সালিশিসভার সিদ্ধান্তকে অগ্রাহ্য় করে সঞ্জয় ঘোষ জোর করে সেখানে চাষ করতে চাইছেন ৷ বাধা দিতে গেলে ধারালো অস্ত্র নিয়ে চওড়াও হয় সঞ্জয় ও তাঁর পরিবার ৷